ভেন্টিলেশনে দিনেশ ফডনিস
RBN Web Desk: হাসপাতালে ভর্তি দিনেশ ফডনিস। মুম্বইয়ের এক হাসপাতালে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রথমদিকে শোনা যাচ্ছিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন ৫৭ বছর বয়সী অভিনেতা। পরে তাঁর দীর্ঘদিনের বন্ধু দয়ানন্দ শেট্টী সংবাদমাধ্যমকে জানান যে হৃদরোগ নয়, অন্য কোনও গুরুতর রোগে অসুস্থ দিনেশ। তবে এ ব্যাপারে তিনি এর বেশি কিছু জানাতে চাননি। দু’দশক ধরে চলা ‘সিআইডি’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন দিনেশ ও দয়ানন্দ।
১৯৯৮ সালে শুরু হয় ‘সিআইডি’র সম্প্রচার। প্রায় শুরু থেকেই এই ধারাবাহিকের ফ্রেডরিক্স চরিত্রে দেখা গেছে দিনেশকে। ২০১৮ সাল পর্যন্ত একটানা এই চরিত্রে অভিনয় করে গেছেন তিনি। ‘সিআইডি’ ছাড়াও ‘তারক মেহতা কা উলটা চশমা’ ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দিনেশ। ‘মেলা’ ও ‘সরফরোশ’ ছবিতেও কাজ করেছেন তিনি।
আরও পড়ুন: আবারও বাংলা ছবিতে রাখী
সূত্রের খবর, গতকাল তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তবে বিপদ এখনও কাটেনি।
ছবি: নিউজ় ১৮