₹২০০ কোটির সিরিজ়ে শীর্ষ পারিশ্রমিক সোনাক্ষীর

RBN Web Desk: ‘হীরামণ্ডী’র হাত ধরে ওয়েব সিরিজ়ের দুনিয়ায় পা রাখতে চলেছেন চলচ্চিত্রে ছ’বার জাতীয় পুরস্কার জয়ী পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী (Sanjay Leela Bhansali)। পরাধীন ভারতে তিন প্রজন্মের গণিকাদের জীবন যাপন নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ়। সংবাদমাধ্যমকে সঞ্জয় জানিয়েছেন, ১৪ বছর ধরে সিরজ়টির চিত্রনাট্য লিখেছেন তিনি।

‘হীরামণ্ডী’ (Heermandi) তৈরির আনুমানিক খরচ ₹২০০ কোটি। যেখানে কোনও বড় বাজেটের হিন্দি ছবি এ টাকায় বানানো যায়, সেখানে একটি ওয়েব সিরিজ়ের পেছেন এত খরচে চোখ কপালে উঠেছে অনেকেরই। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মনীষা কৈরালা (Manisha Koirala), অদিতি রাও হায়দরি (Aditi Rao Hydari), সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha), রিচা চড্ডা (Richa Chaddha), শর্মিন সেহগল ও সনজিদা শেখ। এছাড়াও রয়েছেন ফরদিন খান ও অধ্যয়ন সুমন।

এই সিরিজ়ে অভিনয়ের জন্য সর্বাধিক পারিশ্রমিক—আনুমানিক ₹২ কোটি—পাচ্ছেন সোনাক্ষী। সিরিজ়ে ‘তিলস্মী বাহেঁ’ গানে সোনাক্ষীর নাচ ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। পারিশ্রমিকের দিক থেকে সোনাক্ষীর পরেই রয়েছেন অদিতি। আনুমানিক ₹১.৫ কোটি পাচ্ছেন তিনি। মল্লিকাজান চরিত্রে অভিনয়ের জন্য মনীষার পারিশ্রমিক প্রায় ₹১ কোটি।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *