অনামিকা অত্যন্ত খামখেয়ালি, অভিযোগ ভরতের

RBN Web Desk: ১৩ জুন মাঝপথে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের শুটিং ছেড়ে বেরিয়ে আসেন অনামিকা চক্রবর্তী। সংবাদমাধ্যমের কাছে অনামিকা দাবি করেন যে প্রযোজনা সংস্থার মাধ্যমে তিনি জানতে পারেন যে তাঁকে ধারাবাহিক থেকে সরানো হচ্ছে।

এদিকে ধারাবাহিকটির প্রযোজনা সংস্থার অন্যতম প্রধান কর্মকর্তা ভরত কল সংবাদমাধ্যমকে বলেন, অনামিকা অত্যন্ত খামখেয়ালি প্রকৃতির। লকডাউনের পরে যখন ধারাবাহিকের কাজ ফের শুরু হয়, তার আগে নতুন পর্বের প্রোমো শুট করা হয়। অনামিকা সেই প্রোমো শুট করলেও পরে ভরতকে মেসেজ করে জানান, এই অবস্থায় শুটিং করার পক্ষে তাঁর পরিবারের সায় নেই। অনামিকা এও জানান যে ভরত যেন তাঁর ওই মেসেজকেই নো-অবজেকশন সার্টিফিকেট হিসেবে ধরে নেন। এরপর যখন নতুনভাবে সমস্ত শুটিংয়ের পরিকল্পনা শুরু হয়, তখন অনামিকা পুনরায় ভরতকে জানান তিনি শুটিং করতে রাজি। আলাদা মেকআপ রুম, গাড়ি, পিপিই কিটের দাবি জানান অভিনেত্রী। সবকিছুই মেনে নেওয়া হয় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে, জানিয়েছেন ভরত।

আরও পড়ুন: বাষ্প হয়ে যাচ্ছে ধূসর অতীত, শেষ পোস্টে লিখেছিলেন সুশান্ত

‘এখানে আকাশ নীল’-এ অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিয়ার ভূমিকায় অভিনয় করছেন অনামিকা।  এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শন বন্দ্যোপাধ্যায়, সুদীপা বসু, ফাল্গুনী চট্টোপাধ্যায় ও বিপ্লব বন্দ্যোপাধ্যায়।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *