টাটকা আপডেট: সরছেন না অনামিকা, আসছে নতুন চরিত্র
RBN Web Desk: ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক থেকে সরছেন না অনামিকা চক্রবর্তী। লকডাউন পরবর্তী শুটিং শুরু হওয়ার পর টেলিপাড়ায় অন্যতম চর্চিত বিষয় ছিল এই ধারাবাহিকে হিয়ার চরিত্রে অনামিকার পরিবর্তে অন্য কোনও অভিনেত্রীকে দেখার সম্ভাবনা। অনামিকা সংবাদমাধ্যমকে জানান যে শুটিং শুরুর পর, তাঁর বাড়ির পাশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর তিনি আতঙ্কিত হয়ে মাঝপথে শুটিং ছেড়ে বাড়ি চলে যান। কয়েকদিন পর অনামিকাকে জানানো হয় যে ধারাবাহিক থেকে তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে।
১৩ জুন ‘এখানে আকাশ নীল’-এর শুটিং ছেড়ে বেড়িয়ে আসেন তিনি। তারপর থেকেই চলতে থাকে মূল অভিনেত্রী বদলের জল্পনা
আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি
তবে এই ধারাবাহিকের প্রযোজনা সংস্থার অন্যতম প্রধান কর্মকর্তা ভরত কল সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে অনামিকার পরিবর্তে অন্য কোনও অভিনেত্রীকে নেওয়া হচ্ছে না। যেহেতু অনামিকা একটি করোনা সংক্রামিত এলাকায় রয়েছেন তাই এই মুহূর্তে তাঁর বাড়ি থেকে বেরোনো উচিত নয়। তাই এই কদিন ধারাবাহিকে দেখানো হবে হিয়া নিরুদ্দেশ। এর ফলে চিত্রনাট্যে বেশ কিছু বদল করা হবে। প্রায় ১২টি পর্ব আবার নতুন করে লিখছেন তাঁরা। আসতে চলেছে আরও এক নতুন ডাক্তারের চরিত্র। এই চরিত্রে অভিনয় করবেন প্রমিতা চক্রবর্তী। প্রমিতা এর আগে ‘বধূবরণ’ ধারাবাহিকে কনক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।