শিলাদিত্যর হিন্দি ছবিতে স্বস্তিকা
RBN Web Desk: স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ভরম’-এর পর পরিচালক শিলাদিত্য মৌলিক এবার নিয়ে আসছেন তাঁর দ্বিতীয় হিন্দি ছবি ‘স্বাদ অনুসার’। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন কান সিং সোধা, অনুরাধা মুখোপাধ্যায় ও শোয়েব কবীর। এই প্রথম স্বস্তিকার সঙ্গে কাজ করছেন শিলাদিত্য।
শহরের এক ধনী ব্যবসায়ীকে নিয়ে আবর্তিত ‘স্বাদ অনুসার’-এর গল্প। সেই ব্যবসায়ীর ধারণা তিনি মৃত, কেউ তাকে খুন করেছে। শুধু তাই নয়, খুন করে তার রক্তাক্ত দেহটাকে ছুঁড়ে জলেও ফেলে দেয় হত্যাকারীরা । অথচ সেই ব্যবসায়ী দিব্যি হাঁটছে, চলছে, নিঃশ্বাস নিচ্ছে, কথা বলছে। বাড়িতে কারোর চোখেই কোনও অসঙ্গতি ধরা পড়ে না। শুধু ওই ব্যক্তির চোখে সে মৃত। কোনওভাবেই সে নিজের স্ত্রী, পরিবারের অন্যান্যদের তার এই অনুভূতির কথা বোঝাতে পারে না । উল্টে, তাঁর এমন অদ্ভুত আচরণে পরিবারের সবাই বীতশ্রদ্ধ। তাহলে কি এই ব্যক্তি কোনও ষড়যন্ত্রের স্বীকার? এমন সন্দেহ তার মনে ক্রমে দানা বাঁধতে থাকে।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
‘স্বাদ অনুসার’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য, সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক চিত্রগ্রহণে প্রতীপ মুখোপাধ্যায়।