‘পাণ্ডব গোয়েন্দা’ নিয়ে সব জল্পনা ওড়ালো চ্যানেল
RBN Web Desk: কম টিআরপি এবং অন্যান্য কারণে কোনও ধারাবাহিকের মাঝপথে বন্ধ হয়ে যাওয়া নতুন ব্যাপার নয়। সম্প্রতি একটি বাংলা বেসরকারি বিনোদনমূলক চ্যানেলে বন্ধ করে দেওয়া হয় ‘কাদম্বিনী’র সম্প্রচার। এবার টেলিপাড়ার অন্দরমহলে ‘পাণ্ডব গোয়েন্দা’ নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল।
‘পাণ্ডব গোয়েন্দা’ ধারাবাহিকে বাবলুর চরিত্রে অভিনয় করছেন রব দে। এর আগে ‘নেতাজি’ ধারাবাহিকে সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশিরকুমার বসুর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। বিলুর ভূমিকায় রয়েছেন ঋষভ চক্রবর্তী, ভোম্বলের চরিত্রে ময়ূখ চট্টোপাধ্যায়। দুই বোন বাচ্চু-বিচ্ছুর ভূমিকায় রয়েছেন অনুমিতা দত্ত ও শ্রীতমা মিত্র।
আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি
শুরু হওয়ার আগে থেকেই সমালোচনার মুখোমুখি হয়েছে ‘পাণ্ডব গোয়েন্দা’। ধারাবাহিকের প্রোমোতে ছিল বাবলু এবং বাচ্চুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠার ইঙ্গিত। এমনকি নেপথ্যে শোনা যাচ্ছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ ছবির জনপ্রিয় গান ‘প্রাণ দিতে চাই, মন দিতে চাই’। এছাড়া ধারাবাহিকে চরিত্রাভিনেতাদের বয়সও বাড়ানো হয়েছে। দর্শকদের একাংশের বক্তব্য, এই আধুনিকীকরণ মূল গল্পগুলোর অপমান।
তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে চ্যানেলের তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে যে ‘পাণ্ডব গোয়েন্দা’র স্লট পরিবর্তন করার কারণে ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার গুজব উঠেছে। তবে যেহেতু সাহিত্য অবলম্বনে ধারাবাহিক, তাই অন্যান্য মেগার মতো ‘পাণ্ডব গোয়েন্দা’ সম্প্রচার দৈর্ঘ্য লম্বা করা হবেনা। এই মুহুর্তে ধারাবাহিকটি বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই।
শোনা যাচ্ছে, পুজোর পর থেকে ‘পাণ্ডব গোয়েন্দা’র পরিচালক রাহুল মুখোপাধ্যায় তাঁর ছবির কাজে ব্যস্ত হয়ে পড়বেন। তাঁর বদলে অন্য কেউ ধারাবাহিকটি পরিচালনা করবেন।