ভাবনা মমতার, মুক্তি পেল ‘ঝড় থেমে যাবে একদিন’
RBN Web Desk: বৈশাখের প্রবল দাবদাহও যেন আজ ম্লান এই করোনা যুদ্ধের কাছে। এবারের বৈশাখ যেন সত্যিই বড় একলা। তবু নতুন বছরে আশার আলো দেখালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব অন্ধকার কেটে গিয়ে একদিন আলোয় উদ্ভাসিত হবে আমাদের পৃথিবী এমন আশা নিয়েই বেঁচে আছে বর্তমান সমাজ। তাই নববর্ষকে আমন্ত্রণ জানিয়ে, সাধারণ মানুষকে ঝড় থেমে যাওয়ার আশ্বাস দিলেন মমতা। তাঁর ভাবনায় আজ মুক্তি পেল অরিন্দম শীল পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ঝড় থেমে যাবে একদিন’।
এই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, রুক্মিনী মৈত্র, কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
করোনা ভাইরাসের প্রকোপে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এই ছবি। সর্বদেশীয় লকডাউন মেনেই এই ছবির শুটিং করেছেন পরিচালকসহ সকল অভিনেতা। প্রত্যেকেই নিজের বাড়িতে থেকে অভিনয় করেছেন। শুধুমাত্র মূল ভাবনা নয়, এই ছবির গানও লিখেছেন মমতা। তাঁর কথায় এই গানে সুর দিয়েছেন কবীর সুমন। ছবির চিত্রনাট্য লিখেছেন অরিন্দম এবং পদ্মনাভ দাশগুপ্ত।
এই ছবির মাধ্যমে উপার্জিত ৫০ লক্ষ টাকা তুলে দেওয়া হবে লকডাউনের কারণে উপার্জন বন্ধ হয়ে যাওয়া টেকনিশিয়নদের হাতে।