অপর্ণার নতুন ছবিতে কঙ্কনা, অর্জুন রামপাল

RBN Web Desk: সেদিন ছিল এক শীতের সন্ধ্যা। দিল্লীর রাস্তায় এমনিতেই তখন লোকজন কম। তারই মধ্যে একটি ফাঁকা বাসে এক বন্ধু তার বান্ধবীকে নিয়ে ফিরছিল বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ফেরা আর হল কই? ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতটা আজও কাঁপিয়ে দেয় ভারতবাসীকে। ২৩ বছর বয়সী জ্যোতি সিংকে নির্মমভাবে ধর্ষণ করে সেই বাসের চালক ও খালাসি সহ মোট ছ’জন। রেহাই পায়নি সঙ্গে থাকা বন্ধুটিও। হাসপাতালে দীর্ঘদিন লড়াইয়ের পর অবশেষে জীবনযুদ্ধে ইতি টানে জ্যোতি ওরফে নির্ভয়া। তারপর? তাঁর ধর্ষকদের শাস্তি দিতে কেটে যায় সহস্র রজনী।

এদেশে নির্ভয়া তো একজন নয়। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে একাধিক নির্ভয়ারা ধর্ষিত হয়ে চলেছে। নিত্যদিন কাগজের হেডলাইনে ধর্ষণ, শ্লীলতাহানির সংখ্যা বেড়েই চলেছে। কোথায় সেইসব ধর্ষিতাদের বিচার? কেন তারা আসেন না সামনে? পুলিশ, প্রশাসন থাকা সত্ত্বেও নির্যাতিতারা অভিযোগ জানানোর সাহসটুকু পর্যন্ত করেন না। স্বাধীনতার এত বছর পরেও কেন একজন নির্যাতিতাকে লজ্জায় মুখ ঢেকে ঘুরে বেড়াতে হয়?

আরও পড়ুন: রেগে আগুন কমল মিত্র, সুবিধা হলো সত্যজিতের

এইসব প্রশ্নের উত্তর বোধহয় ততটা সহজ নয়। সেই উত্তরগুলোই খুঁজতে অপর্ণা সেন শুরু করতে চলেছেন তাঁর নতুন ছবি ‘দ্য রেপিস্ট’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্কনা সেনশর্মা ও অর্জুন রামপাল। এর আগে ২০১৩-তে কঙ্কনা ও অর্জুন একসঙ্গে অভিনয় করেন বিনোদ মিত্র পরিচালিত ‘মেরিডিয়ান লাইনস’ ছবিতে। আট বছর পর ফের দুজনে জুটি বাঁধতে চলেছেন।




তিনবছর পর আবার ছবি পরিচালনায় অপর্ণা। ‘পরমা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ‘পারমিতার একদিন’, ‘থার্টি সিক্স চৌরঙ্গি লেন’, ‘ঘরে বাইরে আজ’-এর মতো ছবিতে সমাজের নানা কঠোর বাস্তবকে তুলে ধরেছেন তিনি। এক সাক্ষাৎকারে অপর্ণা বলেছিলেন যে একটি মেয়ে যখন ধর্ষিতা হয়, তখন তাঁর পরিবারের চাপে হোক বা সমাজের চক্ষুলজ্জা, সে প্রতিবাদের রাস্তা থেকে সরে আসতে বাধ্য হয়।


তবে যুগ বদলেছে। বদলেছে নারীদের পক্ষে থাকা আইনি ব্যবস্থাও। বর্তমানে এই ধরণের ঘটনায় কড়া শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এবার নারীসত্ত্বার সেই শক্তিকেই নিজের ছবির মাধ্যমে তুলে ধরতে চাইছেন অপর্ণা।

বর্তমানে ‘ধাকড়’ ছবির শুটিংয়ে ব্যস্ত অর্জুন। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। কঙ্কনাকে দেখা গিয়েছে ‘মুম্বই ডায়ারিজ় ২৬/১১’ ওয়েব সিরিজ়ে।

সূত্রের খবর অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে মার্চে শুরু হবে ‘দ্য রেপিস্ট’-এর শুটিং।

ছবি: গার্গী মজুমদার

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *