স্বপ্নে দেখা রাজকন্যা খোঁজার গল্প ‘চার এ 420’
কলকাতা: চার বন্ধু। প্রথমজন বানিয়ে গল্প বলায় তুখোড়, দ্বিতীয়জন মিথ্যেবাদী, তৃতীয়জন দুষ্টুবুদ্ধি খাটিয়ে সুযোগ খোঁজায় ব্যস্ত, তবে দমে যাওয়ার পাত্র নয়, আর চতুর্থ জন হল সানি। এই সানিকে নিয়েই যত গণ্ডগোল। স্বপ্নে সে এক সুন্দরীর প্রেমে পড়ে। বাস্তবে যদিও সে একাধিক মেয়ের সঙ্গে যোগাযোগ রাখতেই অভ্যস্ত, তবুও স্বপ্নে দেখা মেয়েটির সঙ্গে সে এক অন্যরকম সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই মেয়েটি প্রতিরাতেই সানির স্বপ্নে আসে। সানিও একটু একটু করে তার স্বপ্নে হারিয়ে যেতে থাকে।
একদিন সেই মেয়েটি সানির স্বপ্নে এসে কাঁদতে কাঁদতে জানায় তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। সানিকে সে অনুরোধ করে তাকে উদ্ধার করে নিয়ে যেতে। সানি বুঝতে পারে না তার কি করা উচিত। পরেরদিন বন্ধুদের সঙ্গে আলোচনা করে সে বেরিয়ে পড়ে সেই মেয়েটির খোঁজে, আর একসময় তাকে পেয়েও যায়। তারপর আসে বিভিন্ন নাটকীয় মুহূর্ত, গল্পের নানান ওঠাপড়া আর মজাদার কিছু সাসপেন্স। এই সবকিছু নিয়েই আসছে আতিউল ইসলামের ছবি ‘চার এ 420’।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
গতকাল এই ছবির ফার্স্ট লুক প্রকাশ পেল শহরের এক ক্যাফেতে। ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, পার্থ সারথি, রাজু মজুমদার, রোহান গামা মীর, দেবাশীষ গঙ্গোপাধ্যায়, মন্টু মল্লিক, ইভলিনা চক্রবর্তী, অরুণ বন্দ্যোপাধ্যায়, পিয়া সেনগুপ্ত ও অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। ‘চার এ 420’-এর চিক্রনাট্য ও সংলাপ লিখেছেন রাশেদ, সঙ্গীত হেঁসেল সামলেছেন শান্তনু ভট্টাচার্য।