টেলিভিশনে আসছে অচলায়তন ভাঙার কাহিনী
RBN Web Desk: এবার টেলিভিশনে আসতে চলেছে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। পৌরহিত্যে নারীর অধিকার সম্পর্কিত এই ছবিতে অভিনয় করেছেন ঋতাভরি চক্রবর্তী, সোহম মজুমদার, সোমা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, মানসী সিনহা। গত বছর নারীদিবসে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে কোভিডের কারণে আচমকা লকডাউন শুরু হয়ে যাওয়ায় মাত্র তেরোদিন প্রেক্ষাগৃহে চলেছিল ছবিটি। মাত্র ওই কদিনেই প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে হাউসফুল হয়েছিল ছবিটি। প্রায় এক বছর পার করে এবার ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র টেলিভিশনে প্রিমিয়র হতে চলেছে।
পুরুষতান্ত্রিক সমাজের অচলায়তনকে ভাঙার কথা বলে এ ছবি। কাহিনীর মূল কুশীলব শবরী ও বিক্রমাদিত্য। কলেজে পড়াবার পাশাপাশি শবরী বিভিন্ন পুজো ও সামাজিক অনুষ্ঠানে পৌরোহিত্যের কাজ করে থাকে। কিন্তু আলাপের সময় শবরীর পেশার ব্যাপারটা বুঝতে পারে না বিক্রমাদিত্য। ফলে বিয়ের পরে হতে থাকে বিভিন্ন সমস্যা। কীভাবে এই সমস্ত বাধা কাটিয়ে ও নানা কুসংস্কারের মোকাবিলা করে শবরী নিজের কাজকে সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যায়, তাই নিয়েই ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’।
আরও পড়ুন: পিছিয়ে গেল মুক্তি
ছবিতে চিরকালের সংস্কার কাটিয়ে উঠে নারীদের এগিয়ে যাওয়ার কথা যেমন রয়েছে, তেমনই আথে শবরী ও বিক্রমাদিত্যের ভালোবাসার গল্পও। নিজের কাজের জায়গাকে সন্মান করলেও শবরী কোনওদিনই তার সংসার ও জীবনসঙ্গীকে অবহেলা করেনি। বরং বিক্রমাদিত্যই তাকে নিজের লক্ষ্যে স্থির থাকার সাহস জুগিয়েছে। তাই ভালোবাসার দিনেই গতবছর মুক্তি পাওয়া অন্যতম সফল ছবিটির টেলিভিশনে প্রিমিয়র হতে চলেছে।
১৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় জলসা মুভিজ়ে দেখা যাবে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’।