অবশেষে মুক্তি পেতে চলেছে ‘শ্লীলতাহানির পরে’

কলকাতা: অবশেষে মুক্তি পেতে চলেছে পরিচালক রেশমী মিত্রের ছবি ‘শ্লীলতাহানির পরে’। মল্লিকা সেনগুপ্তর আকাদেমি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস অবলম্বনে এই ছবিতে অভিনয় করেছেন শ্রীলা মজুমদার, অভিষেক চট্টোপাধ্যায়, রায়তী ভট্টাচার্য, রাহুল বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, মৌবনী সরকার, ঈশান মজুমদার, ও শুভম। এক বছর আগে তৈরি হয়ে গিয়েও লকডাউনের কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যায়। ৫ ফেব্রুয়ারি শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। 

“ছবিতে মূল আক্রান্তের চরিত্রে আমি অভিনয় করেছি,” জানালেন দেবলীনা। “রেশমীদির কাছে গল্পটা শোনার পর তিন সপ্তাহের একটা ওয়ার্কশপ করেছিলাম। কাজটা করে খুব ভালো লেগেছে। এ দেশে মেয়েদের ওপর প্রতিদিনই কিছু না কিছু অত্যাচার হচ্ছে। তার বেশিরভাগটাই আমরা জানতে পারি না। এগুলোকে সামনে আনা দরকার। আশা করি ছবিটা দেখে মানুষ সেটা বুঝবেন।” 

আরও পড়ুন: দেশজুড়ে বাংলা ধারাবাহিকের রমরমা

ছবিতে এক আইনজীবীর ভূমিকায় থাকছেন ঈশান। ছবির গল্প সম্পর্কে তিনি জানালেন, “আমি, দেবলীনা, মৌবনী, রাহুল, রায়তি আমরা কলেজের বন্ধু। কলেজের সময় থেকেই আমাদের একটা ব্যান্ড আছে। পড়াশোনা শেষ করে যে যার কর্মজীবনে ব্যস্ত হয়ে গেলেও ব্যান্ডটা থেকে যায়। হঠাৎই আমাদের এক বন্ধুর সঙ্গে শ্লীলতাহানির ঘটনাটা ঘটে। এরকম একটা ঘটনায় ওর ওপর কী প্রভাব পড়ে এবং বাকি সমাজের যে প্রতিক্রিয়া সেখান থেকে বন্ধুরা তাকে যেভাবে বার করে আনে, সেটা নিয়েই এই ছবির গল্প।” 

মৌবনী এই ছবিতে রয়েছেন এক গৃহবধূর ভূমিকায়। “এই ছবির কোনও চরিত্রই পুরো সাদা বা কালো নয়। তবু তার মধ্যে সবচেয়ে পজ়িটিভ কোন চরিত্র যদি থাকে, সেটা আমার।ভালোবেসে বিয়ে করলেও পরে এই মেয়েটিকে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। বন্ধুদের মধ্যে নানারকম জটিলতার সৃষ্টি হলেও সে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করে,” জানালেন মৌবনী। 




রায়তি এই ছবিতে দেবলীনার বোনের চরিত্রে অভিনয় করেছেন। তবে উপন্যাসে এই চরিত্রটি নায়িকার যমজ বোনের হলেও, ছবিতে তা দেখানো হয়নি। “শুরু থেকে বোঝা না গেলেও আসলে আমার চরিত্রটা নেগেটিভ। কিছু মানুষ থাকে যারা কোনও ঘটনা থেকে কী-কী সুবিধা পাওয়া যেতে পারে সেটা বুঝে নিতে চায়। আমার চরিত্রটাও তেমনই। সে সামনে যেমন দেখায় আসলে তেমন নয়,” জানালেন রায়তি। 

ছবিতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবির কাজ তিনি সম্পূর্ণ করে গিয়েছিলেন। তাই সেদিক থেকে দেখলে এটি তাঁর মৃত্যুর পর মুক্তি পাওয়া এমন একটি ছবি হতে চলেছে যার কাজ তিনি সুস্থ অবস্থায় শেষ করে গেছেন।


ছবির মুক্তি নিয়ে রেশমী জানালেন, “মল্লিকাদির জন্মদিন ২৭ মার্চ। গতবছর ওই দিনে ছবিটা মুক্তি পাওয়ার কথা ছিল। এক বছরে অনেক কিছুই পাল্টে গেছে। তবু নতুন করে এ বছর আন্তর্জাতিক নারীদিবস ও মল্লিকাদির জন্মদিনকে মাথায় রেখে ছবিটা মুক্তি পেতে চলেছে। আমি নিজে একজন মহিলা বলেই জানি সমাজের সব ক্ষেত্রে মেয়েদের কতটা লড়াই করতে হয়। আমার সব ছবিতেই আমি কোনও না কোনভাবে মেয়েদের জিতিয়ে দিই। নারী দিবসের প্রাক্কালে তাই চাইব পৃথিবীর সমস্ত নারী তার নিজের জায়গা নিজে তৈরি করুক।” 

ছবির চিত্রনাট্য লিখেছেন চন্দন মুখোপাধ্যায়। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন বাপ্পা অরিন্দম, গান গেয়েছেন অন্বেষা দত্তগুপ্ত। গানের কথা লিখেছেন গৌতম সুস্মিত ও চন্দন, চিত্রগ্রহণে বাদল সরকার।

১২ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘শ্লীলতাহানির পরে’।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *