রূপকথা আর বিপ্লবের মিশেলে ভাসবে ‘ভটভটি’, মুক্তি পেল ট্রেলার
কলকাতা: সাধারণ জীবনযাত্রায় অভ্যস্ত প্রায় প্রতিটা মানুষই স্বপ্ন দেখে। কারও স্বপ্ন বাড়ি, গাড়ি বা বেড়াতে যাওয়ার। কেউ আবার স্বপ্ন দেখে ভালোবাসার। কেউ স্বপ্নে পৌঁছে যায় রাজারানীর রূপকথার রাজ্যে, যেখানে শুধুই বিরাজ করে আনন্দ। আবার কেউ দেখে বিপ্লবের, দিন বদলের স্বপ্ন। কেমন হয় যদি রাজারানীর সেই দুনিয়ায় কোনওদিন বিপ্লব আসে, স্বপ্ন কি তখন আর আগের মতো সুন্দর থাকবে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের ছবি ‘ভটভটি’। ছবিতে অভিনয় করেছেন ঋষভ বসু, বিবৃতি চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, মমতা শঙ্কর, দেবলীনা দত্ত, অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্ত, সঞ্জীব সরকার, অমিত সাহা, মনু মুখোপাধ্যায়, তমাল রায়চৌধুরী, নিমাই ঘোষ, জয়ন্ত বন্দোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, লামা হালদার এবং তথাগত। গতকাল ট্রেলার মুক্তি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিল্পী ও কলাকুশলীরা।
ছবির গল্প এক জলপরীকে নিয়ে। জলের তলার প্রাণীরা হঠাৎ একদিন ওপরে চলে এলে কী হতে পারে তাই নিয়েই এই ছবির গল্প। মোট ৪২ দিনে ৮০টি লোকেশনে হয়েছে ছবির শুটিং।
‘ভটভটিতে’ জলপরীর ভূমিকায় রয়েছেন বিবৃতি। ডিজ়নি প্রিন্সেসের নামে ছবিতে তাঁর নাম এরিয়েল। এই প্রথম কোনও ছবির মূল চরিত্রে কাজ করলেন তিনি। রেডিওবাংলানেট-কে জানালেন, “বহু বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখলাম।”
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
জলের নীচের দৃশ্য শুট করা হয়েছে মুম্বইয়ে। শুটিং শুরু হওয়ার আগে সাঁতার জানতেন না বিবৃতি। ওয়ার্কশপের সময় থেকে শিখতে শুরু করেন। “জলে ভয় না থাকলেও নীচে অতক্ষণ ডুবে থাকার ব্যাপারে একটা ভীতি ছিল। ওখানে ট্রেনারদের প্রশিক্ষণে আমাদের সেটাই শিখতে হয়েছিল। তখন ভয় লাগতো ঠিকই, তারপর ব্যাপারটা ভালো লেগে যায়। তবে শুধু জল নয়, এই ছবিতে আগুন, মাটি, বায়ুও আছে,” জানালেন তিনি।
ছবির নামভূমিকায় অভিনয় করেছেন ঋষভ। নিজের চরিত্র নিয়ে তিনি উচ্ছ্বসিত। জানালেন “ছবিটা একেবারে রূপকথার মতো। তথাগতদার সঙ্গে ছবি করা মানেই অভিনেতাকে একটা দারুণ মজার নাগরদোলায় তুলে দেওয়া। সেখানে মজা আছে আবার ভয়ও আছে। অনেক কিছু পাওয়ারও যেমন থাকে, তেমনই অভিনয় একচুল এদিক ওদিক হলে তথাগতদার পছন্দ হবে না। পরিচালক হিসেবে ওর সবচেয়ে বড় গুণ হলো একজন অভিনেতার যতটা ক্ষমতা, সেটাকে সমানে ঠেলে যাওয়া। নিজের ক্ষমতাকে অতিক্রম করে যেতে হয়।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
উত্তর কলকাতার ছেলে ঋষভ ছোটবেলা থেকেই সাঁতার কাটতে অভ্যস্ত। তাই সেই নিয়ে কোনও সমস্যা হয়নি। “আমি এর আগে কখনও গঙ্গায় সাঁতার কাটিনি। এখানে সেটাও করতে হয়েছে। সেই সময় আমার বাবা রোজ অফিস যাওয়ার আগে বাগবাজার ঘাটে আমাকে একঘণ্টা সাঁতার কাটা শেখাতেন । এই চরিত্রটায় মধ্যে এতটাই ঢুকে গিয়েছিলাম যে গঙ্গায় নোংরা হোক, বা কোনও জন্তুর মৃতদেহ, সবকিছু উপেক্ষা করে শুধু সাঁতার কেটে গেছি। একদিন একটি দৃশ্যের জন্য মেকআপ শিল্পীরা সাবধানে আমার গায়ে কাদা মাখিয়ে দিচ্ছিলেন। আমি নিজেই সেই কাদার মধ্যে শুয়ে পড়ি, কারণ ভটভটির চরিত্রে কোনও ফাঁক রাখতে চাইনি। এছাড়া কাজ করতে গিয়ে যা কিছু শিখেছি বা করেছি তার জন্য তথাগতদা আর দেবলীনাদির কাছে আমি কৃতজ্ঞ,” বললেন ঋষভ।
ট্রেলারে রূপকথার পাশাপাশি বিপ্লবের কথাও রয়েছে। স্বপ্ন আর বাস্তবের মতো এই দুটো স্ববিরোধী ধারণা কীভাবে একই ছবিতে দেখানো সম্ভব?
তথাগত জানালেন, “এটাই তো বলতে চাইছি। এটা একটা রাজনৈতিক ছবি। স্বপ্ন না দেখলে বিপ্লব আসে না, পৃথিবীর সব দেশে এটা সত্যি। বিপ্লব এমন একটা ধারণা যা একজন বিপ্লবীর কাছে রূপকথা।”
রূপকথা আর বিপ্লবের মিশেলে বাংলায় এরকম লার্জার দ্যান লাইফ ছবি করতে ঠিক কতটা সাহসের প্রয়োজন হয়?
“সাহস বলব না”, বললেন তথাগত, “আসলে আমি এটাই করতে চেয়েছি বরাবর। কিন্তু কীভাবে করব সেটা ভেবে দেখিনি তখনও। আসলে অ্যাডভেঞ্চার ব্যাপারটা আমার ভালো লাগে। আমার ছবিগুলো তাই এরকমই হবে, সেটা যে ঘরানাতেই বানাই না কেন। আমি সেই ছবিই করব যেটা নিয়ে আমি জানি, বুঝি। তবে প্রযোজকরা আমার ওপর পূর্ণ আস্থা রেখেছেন, নাহলে সত্যিই কাজ করা কঠিন হতো। আর আমার তো কিছু হারাবার ছিল না, আমি যেটা করতে চেয়েছি সেটাই করেছি। সেটা জায়গাটা প্রযোজকরা করে দিয়েছেন।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ছবিতে এত চরিত্রের ভিড়ে সবাই কি সমান গুরুত্ব পাবেন? “গোটা ছবিতে যাঁর দু’মিনিটের দৃশ্যও আছে তাঁর চরিত্রটাও এখানে গুরুত্বপূর্ণ,” দাবি তথাগতর। রূপকথা মানেই ছোটদের গল্প হলেও এই ছবিটা ছোটবড় সকলের দেখার মতো বলেই জানালেন তিনি। ছবিতে শিশু মনের অধিকারী ভটভটি নিজেই। তার চোখ দিয়েই দর্শক ছবিটা দেখবে বলে জানালেন তথাগত।
ছবির দৃশ্যগ্রহণ করেছেন প্রতীপ মুখোপাধ্যায়, শিল্প নির্দেশনায় বাবলু সিংহ। সম্পাদনার দায়িত্বে ছিলেন আমির মণ্ডল। সঙ্গীত পরিচালনা করেছেন ময়ূখ ভৌমিক।
১১ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘ভটভটি’।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়