যৌথ পরিবারের গুরুত্বের কাহিনী, মুক্তি পেল ‘১৭ই সেপ্টেম্বর’-এর ট্রেলার

কলকাতা: শহুরে দম্পতি নীল ও লাবণ্য। বন্ধুত্ব থেকে প্রেম, তারপর বিয়ে। কিন্তু কর্মব্যস্ততা ও ইএমআই পরিশোধের চাপে সেই দাম্পত্যে চিড় ধরতে সময় লাগে না, বাড়তে থাকে দূরত্ব। একটা পর্যায়ের পর আদালতের শরণাপন্ন হয় দুজনেই, বিচ্ছেদের দিকে এগোয় সম্পর্ক। এদিকে লাবণ্যর বোনের বিয়ের দিন এগিয়ে আসে, সেখানে অনুপস্থিত নীল। প্রশ্ন ওঠে দুই পরিবারে, তাহলে কি নীল-লাবণ্য আর একসঙ্গে থাকবে না?

এমনই এক আদ্যোপান্ত শহুরে স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে পরিচালক অমিতাভ ভট্টাচার্য তৈরি করেছেন তাঁর তৃতীয় ছবি ‘১৭ই সেপ্টেম্বর’। ছবির দুই কেন্দ্রীয় চরিত্র নীল ও লাবণ্যর ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও অরুণিমা ঘোষ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনিন্দিতা বোস, পাপিয়া অধিকারী, বিশ্বজিত চক্রবর্তী, মধুমিতা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য ও অন্যান্যরা। গতকাল শহরে মুক্তি পেল এই ছবির ট্রেলার।

ছবি প্রসঙ্গে অমিতাভ জানালেন, “আজকের পরিবারগুলো ছোট থেকে আরও ছোট হয়ে যাচ্ছে।  বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। একটা সময় ছিল যখন যৌথ পরিবারের সদস্যরাই এই সমস্যাগুলো মিটিয়ে দিতেন, বুঝিয়ে বলতেন একসঙ্গে থাকার গুরুত্ব। আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই নিউক্লিয়র পরিবারে সেটা আর সম্ভব হয় না। যৌথ পরিবার যে কতটা গুরুত্বপূর্ণ, সেটাই তুলে ধরবে এই ছবি।”

আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ

‘সোনার পাহাড়’-এর পর আবারও একবার পুরোদস্তুর এক শহুরে নারীর চরিত্রে দেখা যাবে অরুণিমাকে। “লাবণ্য খুবই ঘরোয়া একটি মেয়ে। স্বামীকে ভালোবাসে কিন্তু নানান কারণে রেগেও যায়। বাস্তব জীবনে যেমন হয়, তেমনই সাদাকালো মিশিয়েই একটি চরিত্রে অভিনয় করেছি আমি। লাবণ্যর সঙ্গে আজকের দিনের যে কোনও মেয়ে মিল খুঁজে পাবে,” বললেন অরুণিমা।

“গোটা পরিবারকে নিয়ে দেখার মত ছবি ‘১৭ই সেপ্টেম্বর’,” এমনটাই দাবী সোহমের। “দৈনন্দিন জীবনে যে সব ঘটনার আমরা সম্মুখীন হই, সেগুলোই বলা হয়েছে এই ছবিতে। স্বামী-স্ত্রীর সম্পর্কে দূরত্ব আসা অস্বাভাবিক কিছু নয়। তবে সেই পরিস্থিত থেকে উত্তরণও সম্ভব হয়, বিশেষ করে যদি পরিবারের সবাই পাশে থাকে। সেরকমই একটা গল্প নিয়ে এই ছবি।”   

আরও পড়ুন: যে জন থাকে মাঝখানে

‘১৭ই সেপ্টেম্বর’-এ নীলের বাবা ও মায়ের ভূমিকায় দেখা যাবে বিশ্বজিত ও মধুমিতাকে। লাবণ্যর মা ও বোনের চরিত্রে থাকছেন পাপিয়া ও অনিন্দিতা। নীলের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অম্বরীশ।

‘১৭ই সেপ্টেম্বর’-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন স্যাভি।

১৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।

ছবি: অর্ক গোস্বামী

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *