দেড় লাখ মানুষের ভিড় সামলাতাম আমি আর বুম্বাদা: দেব
কলকাতা: উত্তর কলকাতা ও শহরের বিভিন্ন জনবহুল এলাকায় পথচলতি মানুষের মাঝে শুটিং। প্রায় প্রতিদিন দেড় লাখ মানুষের ভিড় সামলাতেন তিনি ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গতকাল শহরে পথিকৃৎ বসুর ছবি ‘কাছের মানুষ’-এর ট্রেলার মুক্তির সময় এমনটাই জানালেন দেব। এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা, তুলিকা বসু ও সুস্মিতা চট্টোপাধ্যায়।
“ছবির ঘটনাক্রম ১০ দিনের। তার জন্য আমাদের ১৬ দিন ২২ ঘণ্টা করে কাজ করতে হয়েছে। বেশিরভাগ কাজটাই হয়েছে আউটডোরে। প্রতিদিন শুটিং শুরু হওয়ার অনেক আগে থেকেই লোকেশনে মানুষ ভিড় করতেন। কাজ শুরু হতে-হতে সেটা লাখ দেড়েকে পৌঁছে যেত। সেই ভিড় সামলাতাম বুম্বাদা (প্রসেনজিৎ) আর আমি,” বললেন দেব।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
ছবিতে এক বিমা কোম্পানির এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। সেই লক্ষ্যে নিজের নামে এক বিরাট অঙ্কের বিমা পলিসি করায় তার ছেলে (দেব)। তবে সেই অর্থ পেতে গেলে তাকে মরতে হবে। চলন্ত ট্রেনের দিকে সোজা হেঁটে যাওয়া, পথ দুর্ঘটনা, বহুতলের কার্নিশ থেকে ঝাঁপ, এর কোনওকিছুই কাজে আসে না। এমনকি জলে ঝাঁপ দিয়েও শেষমেশ সাঁতরে ডাঙায় উঠে পড়েন দেব। বিমা এজেন্টের সব প্ল্যানই ভেস্তে যায়।
সাংবাদিকদের মুখোমুখি টিম ‘কাছের মানুষ’
“সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রতি ঘণ্টায় অন্তত ১৭ জন মানুষ আত্মহত্যা করেন,” জানালেন দেব। “বছরে সেই সংখ্যাটা ১ লক্ষ ৫৩ হাজার। আত্মহত্যার পেছনে হতাশা, অবসাদ, মানসিক যন্ত্রণা, আর্থিক দেনা, এরকম বিভিন্ন কারণ থাকে। অন্তত দু’জন মানুষও যদি এই ছবিটা দেখে বেঁচে থাকার, লড়াই করার প্রেরণা পান, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক।”
সবার, বিশেষ করে বর্তমান সময়ের এই প্রবল প্রতিযোগিতার যুগে, একজন কাছের মানুষের প্রয়োজন বলে মনে করেন দেব। “জীবনকে উদযাপন করার ছবি ‘কাছের মানুষ’, এটুকু বলতে পারি,” দাবি তাঁর।
আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান
‘কাছের মানুষ’-এর মাধ্যমে ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক রাজেন তরফদারের ছবি ‘জীবন কাহিনি’কে শ্রদ্ধা জানিয়েছেন বলে জানালেন পথিকৃৎ।
ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শুভেন্দু দাশমুন্সী। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন মধুরা পালিত, সম্পাদনায় মহম্মদ কালাম। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়।
৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘কাছের মানুষ’।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী