হাসপাতালে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়
কলকাতা: হাসপাতালে ভর্তি করা হল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আজ সকালে দক্ষিণ কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় ৮৪ বছর বয়সী এই অভিনেতাকে। পারিবারিক সূত্রে জানা গেছে যে সকালে অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌমিত্রকে। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা।
প্রায় ছয় দশকেরও বেশি অভিনয় জীবনে বাংলার সব প্রথম সারির পরিচালকের ছবিতে কাজ করেছেন সৌমিত্র। একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। পেয়েছেন পদ্ম ভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারও।
আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
হাসপাতাল সূত্রের খবর, সিওপিডি’র কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে সৌমিত্রকে। অভিনেতার কন্যা পৌলমী বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এই মুহূর্তে তাঁর বাবার অবস্থা স্থিতিশীল।
1
যন্ত্রণাদায়ক খবর ।