সামনেই পরীক্ষা, চিন্তিত ‘নেতাজি’র বাবা
RBN Web Desk: সামনেই পরীক্ষা আর তাই নিয়েই চিন্তিত ‘নেতাজি’র বাবা। একটি বেসরকারী বিনোদনমূলক চ্যানেলে প্রচারিত জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘নেতাজি’র নামভূমিকায় অভিনয় করছেন অঙ্কিত মজুমদার। বর্তমানে, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের আরবান ১৫+ তালিকায় নবম স্থানে রয়েছে ‘নেতাজি’।
তবে ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে গিয়ে ছেলের যে লেখাপড়ার ক্ষতি হচ্ছে, সেটা মেনে নিচ্ছেন অঙ্কিতের বাবা অনিরুদ্ধ মজুমদার। সংবাদমাধ্যমকে অনিরুদ্ধ জানালেন যে দিনে ১২-১৪ ঘন্টা সেটেই থাকতে হয় অঙ্কিতকে। তাছাড়াও স্টুডিওতে যেতে ও ফিরতে আরও ঘণ্টা দুয়েক লেগে যায়। তাই পড়াশোনা করার জন্য সময় খুব একটা পায় না অঙ্কিত। সেটের পরিবেশে পড়াশোনা করা সম্ভব নয়। বেশিরভাগ দিনই বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে সে। এদিকে অঙ্কিতের স্কুলের পরীক্ষা শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। তাই এসব নিয়েই চিন্তিত অনিরুদ্ধবাবু।
আরও পড়ুন: তাঁকে না জানিয়েই সিদ্ধান্ত, সরে দাঁড়ালেন অপর্ণা
বিভিন্ন বাংলা ধারাবাহিকে একাধিক শিশুশিল্পী কাজ করে থাকে। এর মধ্যে ‘কেশব’, ‘মহাতীর্থ কালীঘাট’, ‘নিশীর ডাক’ ও ‘সৌদামিনীর সংসার’ অন্যতম।