এবার চপ বিক্রি ও এক লড়াকু মেয়ের কাহিনি
RBN Web Desk: চপ বিক্রি ও লড়াকু মেয়ে তুবড়ির গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের প্রোমো। অন্য একটি ধারাবাহিকে যখন লক্ষ্মী কাকিমা মুদির দোকান চালাচ্ছেন, তখন নতুন এই ধারাবাহিকে চপ বিক্রি করবেন এক মা ও তার তিন মেয়ে।
এই ধারাবাহিকে সেই মায়ের ভূমিকায় থাকছেন লাবণী সরকার। ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন সোহিনী বন্দ্যোপাধ্যায়। তার দুই বোনের চরিত্রে রয়েছেন সুকন্যা বসু ও সৌমি চট্টোপাধ্যায়। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋ সেন।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
প্রমোতেই শোনা গিয়েছে তুবড়ির মুখে ঝাঁঝালো সংলাপ ‘আমি ফুলঝুড়িও নই, আমি কালিপটকাও নই, আমি তুবড়ি, একবার জ্বললে সহজে নিভি না।’
ধারাবাহিকের কেন্দ্রে থাকছে গরীব বনাম বড়লোকের লড়াই।
আর কিছুদিনের মধ্যেই জ়ি বাংলায় সম্প্রচারিত হবে ‘উড়ন তুবড়ি’।