ক্ষমা চাইলেন বিপ্লব
RBN Web Desk: ক্ষমা চাইলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। বাংলা ধারাবাহিকের বিষয়বস্তু ও মান নিয়ে চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তিনি। সেই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিতর্কের সৃষ্টি হয়।
আজ সংবাদমাধ্যমকে বিপ্লব জানান যে আগের সাক্ষাৎকারটি দেওয়ার সময় কথার পৃষ্ঠে কথা উঠেছিল। এক পর্যায়ে উত্তেজনার বশে ‘গুলি করে মারা’র কথাটি বলে ফেলেন তিনি। লীনাকে উদ্দেশ্য করে তিনি বলতে চাননি। লীনার সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত বৈরিতা নেই। পুরোটাই অনিচ্ছাকৃত ভাবে ঘটে গিয়েছে। তিনি আন্তরিক দুঃখিত বলে জানান বিপ্লব।
আরও পড়ুন: আবারও ব্যোমকেশ, গল্পের শেষাংশ পাল্টাচ্ছেন অরিন্দম
তবে বাংলা ধারাবাহিকের মান নিয়ে তাঁর বক্তব্য বদলাননি বিপ্লব।
‘গুলি করে মারা’র বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেতা ভরত কল।
দীর্ঘ অভিনয় জীবনে সত্যজিৎ রায়, তপন সিংহ, মৃণাল সেনের মতো পরিচালকদের ছবিতে কাজ করেছেন বিপ্লব। বহু সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে।