বিয়ে ভেঙে গেল অনন্যার
RBN Web Desk: বিবাহ বিচ্ছেদ হয়ে গেল রাজ বন্দ্যোপাধ্যায় ও জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের। আজ সকালে সামাজিক যোগাযোগের মাধ্যমে এ কথা জানিয়েছেন রাজ নিজেই। চার বছর আগে যথেষ্ট ধুমধাম করেই বিয়ে হয়েছিল তাঁদের। পরিচালক ঋতুপর্ণ ঘোষের ছবি ‘আবহমান’-এ অভিনয় করে চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন অনন্যা। তবে রাজ বিনোদন জগতের লোক নন।
রাজ লিখেছেন, “সব শেষই যে সুখের হতে হবে এমন কোনও মানে নেই, বিশেষ করে সেটা যদি অনেক বছর ধরে গড়ে তোলা কোনও সম্পর্ক হয়। বিয়ের আগেও চার বছরের সম্পর্ক ছিল আমাদের। আমি ভাগ্যবান যে আমার মত একজন সাধারণ মানুষ এমন এক প্রতিভাবান অভিনেত্রীর সংস্পর্শে আসতে পেরেছে।”
অনন্যার অভিনীত শেষ ধারাবাহিকটি ছিল ‘জয় কালী কলকাত্তাওয়ালী’। প্রায় দু’বছর চলার পর ১ জুন সম্প্রচার বন্ধ হয় ধারাবাহিকটির। এর আগে ‘গানের ওপারে’, ‘সুবর্ণলতা’ ও ‘নানা রঙের দিনগুলি’র মত ধারাবাহিকে কাজ করেছেন অনন্যা।
আরও পড়ুন: এবার মার্কিন মুলুকে দৃষ্টিহীন চিত্রকরের কাহিনী
বড় পর্দাতেও অনন্যাকে দেখা গেছে প্রায় সব প্রথম সারির পরিচালকের ছবিতে। ঋতুপর্ণ ছাড়াও কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব দাশগুপ্ত ও অপর্ণা সেনের ছবিতে অভিনয় করেছেন তিনি।
তবে রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ব্যাপারে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি অনন্যা।