সত্যজিৎ রায় রাখেননি বলে সুবিধাই হয়েছে: অর্পিতা
RBN Web Desk: সত্যজিৎ রায় ‘অপরাজিত’ ছবিতে লীলা চরিত্রটি রাখেননি বলে কাজ করার সময় তাঁর সুবিধাই হয়েছে বলে মনে করেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। শুভ্রজিৎ মিত্রর ‘অভিযাত্রিক’-এ লীলার চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাসের প্রথম অংশটি নিয়ে সত্যজিৎ পরিচালিত ‘অপুর সংসার’ ছবিটি মুক্তি পায় ১৯৫৯ সালে। সেই উপন্যাসেরই বাকি অংশ নিয়ে ছবি করেছেন শুভ্রজিৎ। ‘অপুর সংসার’ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’।
করোনা অতিমারীর কারণে দু’বছরের বেশি সময় ধরে তৈরি হয়েও ‘অভিযাত্রিক’-এর মুক্তি আটকে ছিল। সত্যজিতের অপু ট্রিলজিকে মাথায় রেখেই যেহেতু ‘অভিযাত্রিক’ তৈরি হয়েছে তাই স্বাভাবিকভাবেই ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। “এতদিন ধরে প্রযোজক, পরিচালক ও দর্শক ছবিটার জন্য অপেক্ষা করেছেন। এতটা ধৈর্য দেখানো মুখের কথা নয়। প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এটা একেবারেই বড়পর্দার জন্য তৈরি ছবি। এত বড় একটা ক্যানভাসে সাদাকালো ছবি বলে তার আবেদনটাও একেবারেই আলাদা। দর্শকদের অনুরোধ করব অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখবেন,” সম্প্রতি ছবির সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে বললেন অর্পিতা।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
লীলা ‘অপরাজিত’ উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বলে মনে করেন অর্পিতা। বিভূতিভূষণের সৃষ্টি হলেও চরিত্রটি এর আগে বড়পর্দায় আসেনি। “লীলা অপূর্ব বা অপুর প্রথম প্রেম। লীলার কারণেই অপু গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসে। কাজেই সেই অর্থে চরিত্রটা অপুর জীবনেও খুব স্পষ্ট ছাপ রেখে গিয়েছিল। সত্যজিৎ তাঁর ছবিতে চরিত্রটা রাখেননি বলে যেসব দর্শক শুধু অপু ট্রিলজি দেখে অপুকে জেনেছেন, তাঁরা হয়তো লীলাকে চিনবেন না,” বললেন অর্পিতা।
অপু ট্রিলজিতে লীলার অনুপস্থিতির কারণে দর্শকের মনে চরিত্রটি সম্পর্কে কোনও ইমেজ তৈরি হয়নি। আর সেখানেই অন্যদের তুলনায় তিনি সুবিধাজনক অবস্থায় রয়েছেন বলে মনে করেন অর্পিতা। “না হলে এই আপনারাই তুলনা করতেন সবার আগে। আমাকে অন্তত এই তুলনাটার মুখোমুখি হতে হবে না,” বললেন তিনি।
৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘অভিযাত্রিক’।