অভিনব বিষয় নিয়ে ত্রিদিবের প্রথম ছবিতে শ্রাবন্তী-সাহেব

কলকাতা: বাংলা ইন্ডাস্ট্রির গড়পড়তা থ্রিলার ও সম্পর্কের টানাপোড়েনের গল্পের বাইরে বেরিয়ে আর্সেনিক সচেতনতা নিয়ে ছবি তৈরী করলেন ত্রিদিব রমন। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও সুব্রত দত্ত। সম্প্রতি শহরে ছবির টিজ়ার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও কলাকুশলীরা।

এমন অভিনব বিষয় নিয়ে প্রথম ছবি করার কথা ভাবলেন কেন? উত্তরে ত্রিদিব জানালেন, “আমি পেশায় সাংবাদিক। সেই সূত্রে তৃণমূল স্তরে অনেক কাজ করতে হয়েছে আমাকে। এই বাংলায় কাজ করতে এসে আর্সেনিকের সমস্যায় মানুষকে কষ্ট পেতে দেখেছি। তখন থেকেই ভাবনাটা মাথায় ছিল। সেখান থেকেই ‘উড়ান’ এর জন্ম। আর্সেনিক সম্পর্কে এখনও অনেকেই জানে না। মানুষকে সচেতন করা জরুরী বলে মনে হয়েছে আমার।”

তবে ছবিটা যেন শুধুই সতর্কতামূলক না হয়ে যায়, তাই একটা সম্পূর্ণ বাণিজ্যিক ছবিই করতে চেয়েছিলেন বলে জানালেন পরিচালক। 

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে পৌলমী (শ্রাবন্তী)। সে একজন সঙ্গীত শিক্ষিকা। বাংলার এক গ্রামের স্কুলে চাকরি নিয়ে সেখানে গান শেখাতে গিয়ে সে আবিষ্কার করে যে স্থানীয় বাসিন্দারা আর্সেনিক সমস্যায় জর্জরিত। কোনওরকম সচেতনতাই তৈরি হয়নি সেই গ্রামে এত বড় একটা সমস্যা নিয়ে। সব ভুলে পৌলমী মেতে ওঠে গ্রামের জল সমস্যার সমাধান করতে। কিন্তু সমাজসেবামূলক কাজ করতে গিয়ে বাধা আসতে থাকে নানান মহল থেকে। এই সময় সে তার পাশে পায় শহরের ব্যবসায়ী রোমিত (সাহেব) ও গ্রামের বহুরূপীকে (সুব্রত)।

ছবির বিষয়বস্তু নিয়ে উচ্ছসিত শ্রাবন্তী। “এরকম বিষয় নিয়ে ছবি তো রোজ রোজ আসে না। আর্সেনিক নিয়ে ছবি আজ অবধি হয়নি,” বললেন শ্রাবন্তী। “আমি আগে এরকম কোনও চরিত্রে অভিনয় করিনি। ‘উড়ান’ করতে এসে জানলাম এই সমস্যাটা কী ভয়ঙ্কর। যে জল আমাদের জীবন, সেই পানীয়তেই যদি বিষ থাকে তাহলে মানুষ বাঁচবে কী করে? আমার মনে হয় এরককম ছবি আরও বেশি করে হয়ে দরকার। সিনেমার মাধ্যমে এই সমস্যাগুলো তুলে ধরা দরকার। শহুরে সমাজের জানা উচিত কত কষ্ট করে, কত সমস্যার সঙ্গে লড়াই করে গ্রামাঞ্চলের মানুষ বেঁচে থাকেন।”

আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

এই প্রথম শ্রাবন্তীর সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে সাহবকে। “ওর সঙ্গে প্রথমবার কাজ করতে পেরে খুব ভালো লেগেছে,” জানালেন তিনি। “আর এই ছবির বিষয়টা শোনার পরেই ঠিক করেছিলাম কাজটা করব। ছবিটা নারীশক্তির এক অন্য দিক তুলে ধরে। আমার মনে হয় নারী এমনিই শক্তিশালী, তার ক্ষমতাকে সন্দেহ করার কোন জায়গাই নেই। সে চাইলে পারে না এমন কোন কাজও নেই।”

বিভিন্ন আর্থসামাজিক বিষয়ে সেলিব্রিটিদের ভূমিকা নিয়েও বিরক্ত সাহেব। “এঁদের কাজ কি শুধু টুইটারে পোস্ট দেওয়া? আর কিছুই কী করতে পারেন না তারা,” প্রশ্ন তাঁর। “আমার উত্তর এই ছবিটা দেবে। আমরা যারা শিল্পী, তারা এইভাবে কাজের মধ্যে দিয়েই নিজের বক্তব্য দর্শকদের জানাতে পারি. যে যার জায়গা থেকে প্রতিবাদ করলে হয়তো সমাজের কিছু ক্ষেত্রে খানিকটা পরিবর্তন আমরাও করতে পারি।” 

১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘উড়ান’। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *