কবে আসছে দ্বিতীয় সিজ়ন? ইঙ্গিত দিলেন সৃজিত
RBN Web Desk: সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা ফেরত’-এর প্রথম সিজ়ন ‘ছিন্নমস্তার অভিশাপ’ ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। সেটি মুক্তি পাওয়ার পর থেকেই দ্বিতীয় সিজ়ন কবে আসবে তা জানার জন্য উদগ্রীব হয়েছিলেন ফেলুপ্রেমীরা। গতকাল কলকাতায় এক আলোচনাসভায় সৃজিত জানালেন যে ২ মে, সত্যজিতের জন্মদিনে দ্বিতীয় সিজ়ন নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এই সিজ়নে থাকছে ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ গল্পটি। টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্র ছাড়াও অভিনয়ে থাকবেন খরাজ মুখোপাধ্যায় ও ভরত কল।
প্রথম সিজ়নে ফেলুদা (টোটা), তোপসে (কল্পন) ও জটায়ুকে (অনির্বাণ) দর্শক পছন্দ করেছেন। সেই সাফল্যের পর আগামী সিজ়নে মগনলাল মেঘরাজের ভূমিকায় খরাজের ওপর নতুন করে প্রত্যাশার চাপ রয়েছে। এর আগে মগনলালকে নিয়ে লেখা তিনটি গল্পের মধ্যে প্রথমটি, ‘জয়বাবা ফেলুনাথ’ নিয়ে ছবি করেছেন সত্যজিৎ নিজেই।
আরও পড়ুন: আবারও বাংলায় জনপ্রিয় হিন্দি মেগাধারাবাহিক
মগনলালকে নিয়ে ফেলুদা সিরিজ়ের দ্বিতীয় গল্প ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’। এই কাহিনী নিয়ে সন্দীপ রায় হিন্দিতে একটি টিভি সিরিজ় পরিচালনা করেছিলেন আশির দশকে। পরবর্তীকালে সন্দীপ এই গল্প নিয়ে বাংলায় টেলিফিল্ম করেন।
শেষ গল্প যেটিতে মগনলালের উপস্থিতি রয়েছে সেই ‘গোলাপি মুক্তো রহস্য’ নিয়ে টেলিফিল্ম পরিচালনা করেছিলেন সন্দীপ। ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ এর আগে মগনলালের ভূমিকায় দেখা গেছে উৎপল দত্ত ও মোহন আগাশেকে। অন্যদিকে অনন্তলাল বাটরার চরিত্রে এর আগে অভিনয় করেছেন পঙ্কজ কাপুর ও অর্জুন চক্রবর্তী। এবার এই চরিত্রে রয়েছেন ভরত। এই সিজ়নের শুটিং হয়েছে মূলত উত্তরবঙ্গে।
ছবি: গার্গী মজুমদার