হায়দরাবাদে পুরস্কৃত হলেন সায়নী
RBN Web Desk: ‘সহবাসে’ ছবির জন্য পুরস্কৃত হলেন অভিনেত্রী সায়নী ঘোষ। হায়দরাবাদে অনুষ্ঠিত তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবের পপুলার বিভাগে সেরা সহঅভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন তিনি। একই ছবির জন্য পুরস্কৃত হয়েছেন পরিচালক অঞ্জন কাঞ্জিলাল ও অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়।
‘সহবাসে’ অঞ্জনের প্রথম ছবি। একটি লিভ-ইন সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে এই ছবির গল্প। সায়নী ও রাহুল ছাড়াও বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন ইশা সাহা, অনুভব কাঞ্জিলাল, দেবলীনা দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী ও তুলিকা বসু।
আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
এই মুহূর্তে হায়দরাবাদে রয়েছেন সায়নী। ফোনে তাঁকে ধরা হলে তিনি রেডিওবাংলানেট-কে জানালেন, “প্রথমবার সহঅভিনেত্রী বিভাগে পুরস্কার পেলাম। তাই ভালো তো লাগছেই, তবে সবচেয়ে বড় কথা, এটা পপুলার চয়েস অ্যাওয়ার্ড। জুরি অ্যাওয়ার্ড পেলে মনে হয় কাজটা ভালো হয়েছে, কিছু মানুষ সেটা বুঝেছেন। কিন্তু পপুলার চয়েসে বোঝা যায় কাজটা যাদের জন্য করা সেই দর্শকদের সেটা ভালো লেগেছে। এটা একটা আলাদা তৃপ্তি।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
ছবিতে নিজের অভিনীত চরিত্রটি নিয়ে সায়নী জানালেন, “আমার চরিত্রের নাম পূজা। খুব উচ্চাকাঙ্খী একটি মেয়ে, যে সাফল্যের জন্য যা খুশী করতে পারে। পরে অবশ্য তার চরিত্রে এক আবেগী মানুষকে দেখা যায় এবং অনুভবের করা চরিত্রটির সঙ্গে সে মানসিকভাবে জড়িয়ে পড়ে।” অন্য ধরণের চরিত্র বলে কাজটা করতেও ভালো লেগেছিল বলে জানালেন সায়নী।