শঙ্কু সিরিজ়ের পরবর্তী ছবি কী, ইঙ্গিত দিলেন সন্দীপ
RBN Web Desk: সত্যজিৎ রায়ের লেখা ‘নকুড়বাবু ও এল ডোরাডো’ অবলম্বনে সন্দীপ রায় পরিচালিত ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’ মুক্তি পেতে চলেছে ২০ ডিসেম্বর। এই ছবিতে শঙ্কুর ভূমিকায় থাকছেন ধৃতিমান চট্টোপাধ্যায় ও নকুড়বাবুর চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। প্রহ্লাদের চরিত্রে আছেন উদয়শঙ্কর পাল।
‘এল্ ডোরাডো’ মুক্তির আগেই শঙ্কু সিরিজ়ের পরবর্তী ছবি কী হতে পারে, তাই নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন পরিচালক। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে সন্দীপ সংবাদমাধ্যমকে জানালেন যে ‘একশৃঙ্গ অভিযান’ নিয়ে পূর্ণদৈর্ঘ্যের ছবি করার ইচ্ছা আছে তাঁর। শঙ্কুর এই কাহিনীটি ব্যক্তিগতভাবে তাঁর খুবই পছন্দের।
তবে শঙ্কুকে নিয়ে বেশিরভাগ গল্পেরই পটভূমি আন্তর্জাতিক। তাই সেই সব কাহিনী নিয়ে ছবি করার খরচও বিপুল। উল্লেখ্য, ‘একশৃঙ্গ অভিযান’-এর পটভূমি তিব্বত।
আরও পড়ুন: আইনী জটিলতায় বন্ধ শরদিন্দুর ব্যোমকেশ সিরিজ়ের কাজ
পূর্ণাঙ্গ অ্যাডভেঞ্চার ছাড়া শঙ্কু সিরিজ়ে বেশ কয়েকটি ছোটগল্পও রয়েছে। ‘একশৃঙ্গ অভিযান’ সম্ভব না হলে সেরকম কোনও দুটো গল্প নিয়ে একটি ছবি করার কথাও চিন্তাভাবনা করছেন সন্দীপ। তবে সবকিছুই নির্ভর করছে দর্শকরা কীভাবে ‘এল্ ডোরাডো’-কে নেন, তার ওপর।
ছবি: সবুজ দাস