স্বাধীনতা পরবর্তী সামাজিক, অর্থনৈতিক পালাবদলের ছবি
RBN Web Desk: মফস্বলের মধ্যবিত্ত পরিবারের ছেলে জয়ব্রত ওরফে পুটু। ভাগ্যের জোরে শিকে না ছিঁড়লেও পাড়ার সকলের কাছেই সে বেশ স্নেহের পাত্র। দরকারে-অদরকারে, লোকের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়া পুটুর একমাত্র দু্র্বলতা মৌ। সে স্থানীয় স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অখিলবন্ধুর নাতনি। মনে-মনে মৌ কে ভালবাসলেও, মুখে কখনও সেকথা স্বীকার করে না পুটু।
ওদিকে রাজ্যে নির্বাচন। গতবারের বিধায়ক নগেন মিত্রর এবারের প্রতিপক্ষ কালো চৌধুরী। নগেনের ডানহাত, গুণ্ডাগোছের শচীনকে সকলেই একটু সমঝে চলে। মৌয়ের দিকে তার নজর। এই সম্পর্কে অখিলের মত না থাকায়, শচীনের দিক থেকে রীতিমতো হুমকি আসতে থাকে। এককালে তারই ছাত্র শচীনকে শায়েস্তা করতে আরেক ছাত্র পুটুর দ্বারস্থ হয় অখিল।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
স্বাধীনতা পরবর্তী সামাজিক, অর্থনৈতিক পালাবদলের দৌড়ে শহর তথা গ্রামবাংলার বদলে যাওয়া চিত্র ফুটে ওঠে সৈয়দ মুস্তাফা সিরাজ়ের লেখায়। অস্তিত্বের সঙ্কট, প্রকৃত শিক্ষার অভাব আর কর্মহীনতা প্রতি মুহূর্তে বিপথগামী করে যুবসমাজকে। ‘তখন কুয়াশা ছিল’ উপন্যাসে তেমনই একটা সময়ের আভাস পাওয়া যায়। সেই বিখ্যাত উপন্যাস অবলম্বনে পরিচালক শৈবাল মিত্রের ছবি ‘তখন কুয়াশা ছিল’র মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং বাসবদত্তা চট্টোপাধ্যায়কে। এছাড়াও রয়েছেন অঙ্কিতা মজুমদার।
সম্প্রতি শহরে মুক্তি পেল ছবির ট্রেলার।
পুটুর চরিত্রে নিয়ে কিছু খোলসা না করলেও শাশ্বত রেডিওবাংলানেট-কে জানালেন,” ছবির বিষয়বস্তুর সঙ্গে দর্শক চিরকালীন রাজনীতির যে ইতিহাস তা খুঁজে পাবেন।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
মৌয়ের চরিত্রে রয়েছেন বাসবদত্তা। “ছবির নামের মতো মৌয়ের জীবনটাও কুয়াশাছন্ন, পাড়ার লোকজন তাকে মোটেও ভালো চোখে দেখে না। তাঁর চরিত্র নিয়ে নানা রটনাও রয়েছে,” জানালেন তিনি।
প্রিয় লেখকের উপন্যাস নিয়ে কাজ করার ইচ্ছে থেকেই এই ছবি তৈরি করেছেন শৈবাল। “১৯৮৫ সালে প্রকাশিত এই উপন্যাসে বর্তমান আর্থসামাজিক, রাজনৈতিক পরিস্থিতিতেও কতখানি প্রাসঙ্গিক তা দর্শক ছবিটা দেখলেই বুঝতে পারবেন,” বললেন তিনি।
২০১৭ সালে ‘তখন কুয়াশা ছিল’র কাজ শেষ হলেও পরবর্তীকালে নানা কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যায়। এরপর করোনা অতিমারির কারণে আরও দেরি হয়।
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘তখন কুয়াশা ছিল’।
ছবি: অঙ্কিতা দাশ