জিনিয়া কোথায়? সন্ধানে টিম ‘অন্তর্ধান’
RBN Web Desk: পাহাড়ের কোলে হিমাচলের ছোট্ট শহর কসৌলি। সে শহরে ভিজিটিং প্রফেসর হিসেবে আসেন অনির্বাণ। সঙ্গে স্ত্রী তনুশ্রী ও বারো-তেরো বছরের মেয়ে জিনিয়া। একদিন বন্ধুদের সঙ্গে এক্সকার্শনে গিয়ে জিনিয়া আর ফিরে আসে না। পরে জানা যায় এক্সকার্শন নাকি বাতিল হয়ে গিয়েছিল। তাহলে কোথায় গেল জিনিয়া? সূত্র বলতে শুধু একটি এসইউভি গাড়ি। এই গাড়িতেই শেষবার জিনিয়াকে উঠতে দেখা গিয়েছিল। কার সঙ্গে চলে গেল জিনিয়া?
জিনিয়ার অন্তর্ধানের কারণ খুঁজতে আর অল্পদিনই অপেক্ষা করতে হবে। সম্প্রতি মুক্তি পেল অরিন্দম ভট্টাচার্যের ছবি ‘অন্তর্ধান’-এর ট্রেলার। এই ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, মোহর চৌধুরী, রজতাভ দত্ত, মমতা শংকর, সুনীতা সেনগুপ্ত, সুজন নীল মুখোপাধ্যায় ও হর্ষ ছায়া।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
তাঁর প্রথম ছবি ‘অন্তর্লীন’ও ছিল পাহাড়ি প্রেক্ষাপটে। এই ছবিতেও ‘অন্তর্লীন’-এর মতো মনস্তাত্ত্বিক কোনও দৃষ্টিকোণ আছে কি না এই প্রশ্নের উত্তরে অরিন্দম জানালেন, “সেই অর্থে তো সব গল্পই মনস্তাত্ত্বিক। মেয়েকে হারিয়ে বাবা-মায়ের মনের যে অবস্থা হয় তাও তো এক বিশেষ মানসিক অবস্থা। এটা থ্রিলার ছবি। গোটা ছবি জুড়েই রহস্য আছে, যেটা দেখলে বোঝা যাবে।”
অনির্বাণের চরিত্রে রয়েছেন পরমব্রত। মানুষ আবার হলে আসছেন, হাউজ়ফুল হচ্ছে, এগুলো খুবই আশাব্যঞ্জক বলে মনে করেন তিনি। “অরিন্দমদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। ওঁর মতো একজন নরম মনের মানুষ কী করে এমন একটা জমাটি থ্রিলার বানাতে পারেন, এটা আমাদের সকলের কাছেই একটা বিস্ময়। আশা করব ছবিটা দর্শকদের ভালো লাগবে,” বললেন পরমব্রত।
জিনিয়ার মা ও অনির্বাণের স্ত্রীর ভূমিকায় নিজের নামেই ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী। তিনি জানালেন, “হিমাচলে শুটিং করেছি আমরা, আর সেই অভিজ্ঞতা ভোলার নয়। আমি নিজে প্রথমবার বাবা-মায়ের সঙ্গে ছোটবেলায় হিমাচল বেড়াতে গিয়েছিলাম। তাই সেখানে আবার শ্যুট করতে যাওয়াটা আমার কাছে মনে রাখার মতো একটা ব্যাপার।”
এর আগেও অরিন্দমের সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে কাজ করেছেন রজতাভ। ‘অন্তর্ধান’-এ এক এনকাউন্টার স্পেশালিস্ট অফিসারের চরিত্রে তাঁকে দেখা যাবে। “অরিন্দম ওর প্রথম ছবির চিত্রনাট্য নিয়ে আমার কাছে এসেছিল। সেটা করার কথাও হয়েছিল। পরে ও যখন প্রযোজক পেল, তখন আমার ডেট না থাকায় কাজটা আর করা হয়নি,” জানালেন রজতাভ।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
অরিন্দমের ছবিতে চিত্রনাট্যই নায়ক বলে মনে করেন রজতাভ। “এত ভালো চিত্রনাট্য লেখে আর ছবিটাও এত ভালো বানায়, যার ফলে থ্রিলার ঘরানায় খুব তাড়াতাড়ি ও নিজের যোগ্যতা প্রমাণ করেছে,” বললেন রজতাভ। “এমনিতে ওকে দেখলে খুব শান্ত, নির্বিরোধী একজন মানুষ মনে হয়। অথচ সেই অরিন্দমই খুব আধুনিক, স্লিক ও স্মার্ট ছবি দর্শকদের উপহার দেয়। ওর তৈরি আগের দুটো ছবিকে সবদিক থেকে ছাপিয়ে গেছে ‘অন্তর্ধান’।”
অনির্বাণের প্রতিবেশীর চরিত্রে অভিনয় করলেও সেই নিয়ে প্রায় কিছুই বলতে চাইলেন না মমতা শংকর। শুধু জানালেন যে চরিত্রটা একটু অদ্ভুত এবং তন্ত্রের সঙ্গে একটা যোগ আছে। থ্রিলার বলেই এর বেশি কিছু বলা উচিত নয় বলেই মনে করেন তিনি।
১০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘অন্তর্ধান’।
ছবি: গার্গী মজুমদার