নীরবে চলে গেলেন সত্যজিতের মণিমালিকা, বিস্মৃতই রইল বাঙালি
কলকাতা: চলে গেলেন অতীত দিনের জনপ্রিয় অভিনেত্রী কণিকা মজুমদার। গত ১৬ ফেব্রুয়ারী শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৪ বছর বয়সী কণিকা।
সত্যজিৎ রায়ের তিন কন্যা (১৯৬১) ছবির অন্তর্গত মণিহারা গল্পে নায়িকা মণিমালিকার চরিত্রে অভিনয় করেছিলেন কণিকা। এছাড়াও পথের পাঁচালী পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন চিড়িয়াখানা (১৯৬৭) ছবিতে, এক বিচারপতির স্ত্রী দময়ন্তীর ভূমিকায় দেখা যায় তাঁকে।
দুই বাংলার ৩০০ শিল্পী সমন্বয়ে রবীন্দ্র-নজরুল উৎসব
উত্তমকুমারের সঙ্গে চিড়িয়াখানা ছাড়াও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর মধ্যে বিলম্বিত লয় (১৯৭০), নবরাগ (১৯৭১) ও হার মানা হার (১৯৭৩) অন্যতম।
এছাড়াও দীনেন গুপ্তর বসন্ত বিলাপ (১৯৭৩) ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে উল্লেখ্য।
হারানো লেত্তি, হারানো লাট্টু
পরবর্তীকালে বেশ কিছু বাংলা ধারাবাহিকেও অভিনয় করেন তিনি।
শেষ জীবনের অনেকগুলো বছর তিনি কাটান মাঝেরাহাটের এক বৃদ্ধাশ্রমে। স্বেচ্ছায় বৃদ্ধাশ্রম বেছে নিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই মৃত্যু হয় তাঁর।