ডুংরুতেই ভরসা রাখছেন সন্দীপ রায়

RBN Web Desk: গতবছর মুক্তি পাওয়ার কথা থাকলেও কাজ শেষ না হওয়ার কারণে প্রেক্ষাগৃহে আসেনি ‘নয়ন রহস্য’ (Nayan Rahasya)। তাই শীতের বদলে এ বছর গরমের ছুটিতেই মুক্তি পেতে চলেছে সন্দীপ রায় (Sandip Ray) পরিচালিত ছবিটি। সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজ়ের শেষের দিকের উপন্যাস ‘নয়ন রহস্য’ অবলম্বনে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষের পথে। তাই লোকসভা ভোটের মাঝেই এবার ফেলুদা এসে পড়বে।

‘নয়ন রহস্য’-এ ফেলু, তোপসে ও জটায়ুর ভূমিকায় আগের মতোই থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta), আয়ুষ দাস ও অভিজিৎ গুহ। বিশেষ প্রতিভাসম্পন্ন কিশোর নয়নের ভূমিকায় অভিনয় করেছে অভিনব বড়ুয়া। ‘হত্যাপুরী’ (Hatyapuri) ছবিতে ডুংরুর ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। অভিনব বেশি বড় হয়ে গেলে নয়ন চরিত্রের অভিনেতা খুঁজতে সমস্যা হবে বলে অন্য ফেলুকাহিনির পরিবর্তে ‘নয়ন রহস্য’ই বড়পর্দায় আনছেন সন্দীপ। এছাড়া অন্যান্য ভূমিকায় রয়েছেন দেবনাথ চট্টোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, রাজেশ শর্মা, শুভ্রজিত দত্ত, মোহন আগাসে ও ভরত কল। 

আরও পড়ুন: ভালোলাগা আর ভালোবাসার মাঝে ‘আলাপ’

২০২২ সালে ‘হত্যাপুরী’ ছবিতে ইন্দ্রনীল প্রথমবার ফেলুদা হিসেবে আত্মপ্রকাশ করেন। দর্শকের একাংশের সমালোচনা সত্ত্বেও বহু মানুষ তাঁকে এই চরিত্রে গ্রহণ করেছেন। তাই আবারও সেই ত্রয়ীকে দেখা যাবে এ ছবিতে। কলকাতার পাশাপাশি ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে চেন্নাইয়ে। 

অনেকদিন পর আবার ফেলুদা হিসেবে দর্শকের সামনে আসা বেশ আনন্দের বলেই মনে করেন ইন্দ্রনীল। তবে যেহেতু এই ছবির অন্যান্য চরিত্রগুলোও খুব গুরুত্বপূর্ণ তাই কিছুটা টেনশন আছেই। ‘হত্যাপুরী’র সময় দর্শকের কাছে যেরকম ভালোবাসা পেয়েছিলেন, এবারও তেমনই আশা করেন বলে জানিয়েছেন ইন্দ্রনীল। 

১০ মে মুক্তি পাচ্ছে ‘নয়ন রহস্য’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *