আবির, সুহোত্র, সোহিনীর সঙ্গে এবার ‘দ্রৌপদী’ পাওলি
RBN Web Desk: সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি ব্যোমকেশ বক্সীকে নিয়ে তাঁর আগামী ছবির কথা আগেই ঘোষণা করেছিলেন পরিচালক অরিন্দম শীল। লেখকের অসম্পূর্ণ কাহিনী ‘বিশুপাল বধ’ নিয়ে তৈরি এবারের ছবির নাম ‘ব্যোমকেশ-হত্যামঞ্চ’। অরিন্দমের আগের ছবিগুলির মতোই ব্যোমকেশের ভূমিকায় থাকছেন আবির চট্টোপাধ্যায়। সুহোত্র মুখোপাধ্যায় থাকবেন অজিত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায়। সত্যবতীর চরিত্রে রয়েছেন সোহিনী সরকার।
ব্যোমকেশ সিরিজ়ে অরিন্দমের চতুর্থ ছবির ভূমিকায় কারা থাকবেন সেই নিয়ে দর্শকদের আগ্রহ ছিল। আজ প্রযোজনা সংস্থার তরফে জানা গেল সেই সব অভিনেতাদের নাম।
কিঞ্জল নন্দকে দেখা যাবে স্বয়ং বিশু পালের ভূমিকায়। বিশু পাল একটি নাট্যদলের পরিচালক ও ভীম চরিত্রের অভিনেতা। শরদিন্দুর কাহিনীতে ‘কীচক বধ’ নাটক চলাকালীন খুন হন বিশু।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
অর্ণ মুখোপাধ্যায়কে দেখা যাবে ব্রজদুলালের ভূমিকায়, যিনি বিশু পালের নাটকে কীচক চরিত্রে অভিনয় করবেন।
পাওলি দাম থাকছেন সুলোচনার চরিত্রে। বিশুর ঘনিষ্ট বান্ধবী সুলোচনা নাটকে দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
অনুষা বিশ্বনাথনকে দেখা যাবে ক্যাবারে নৃত্যশিল্পী সোমারিয়ার ভূমিকায়। প্রম্পটার কালিচরণের চরিত্রে থাকছেন লোকনাথ দে। প্রতুলবাবুর চরিত্রে দেখা যাবে পদ্মনাভ দাশগুপ্তকে। পুলিশ অফিসার মাধব মিত্রের ভূমিকায় থাকবেন অসীম রায়চৌধুরী।
১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই কাহিনীতে একটি নাটকের মঞ্চে সকলের চোখের সামনে ঘটে যাওয়া এক খুনের তদন্তে জড়িয়ে পড়ে ব্যোমকেশ। লেখকের এই অসম্পূর্ণ গল্পকে নিজেদের মতো করে শেষ করেছেন অরিন্দম ও পদ্মনাভ।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
‘ব্যোমকেশ-হত্যামঞ্চ’ সম্পর্কে অরিন্দম জানালেন, “চতুর্থ ব্যোমকেশের ছবির সমীকরণ কিছুটা আলাদা ছিল। তবে মূল গল্পে যেসব তথ্য দেওয়া ছিল তার উপর ভিত্তি করে নানা চিন্তাভাবনার পরেই গল্পের শেষটা ভাবা হয়েছে। আশা করব আগের ব্যোমকেশ ছবিগুলোর মত এটাও দর্শকদের ভালো লাগবে।”
ছবির সঙ্গীত পরিচালনা করবেন বিক্রম ঘোষ।
১১আগস্ট মুক্তি পাবে ‘ব্যোমকেশ-হত্যামঞ্চ’।