ডার্ক ওয়েব রহস্যে পায়েল, ঐশ্বর্যা, রিচা

RBN Web Desk: সাময়িক আনন্দ, দিলেও যে কোনও নেশা যে আদতে মানুষকে অন্ধকারের দিকেই ঠেলে দেয় সে কথা কারও অজানা নয়। তবু মানুষ নেশার কবলে পড়ে এবং তারপর শুরু হয় তার নিঃস্ব হওয়ার পালা। এরকমই এক গল্প নিয়ে আসছে পরিচালক সৌপ্তিক সি-এর নতুন থ্রিলার সিরিজ় ‘এনক্রিপ্টেড’। অভিনয়ে রয়েছেন পায়েল সরকার, ঐশ্বর্যা সেন, রিচা শর্মা, রানা বসু ঠাকুর, অমিতাভ আচার্য, অর্পিতা দাস, রানা মুখোপাধ্যায়, সূর্যেন্দ্র বাগচী, ইন্দ্রনীল দে ও সানু সোমনাথ।

সিরিজ়ের কাহিনী দুই বোন দিয়া ও তানিয়াকে ঘিরে আবর্তিত। সম্পর্ক ভেঙে যাওয়ার হতাশায় মাদকাসক্ত হয়ে তানিয়া অর্থকষ্টে পড়ে। সেই সময় তার হাতে আসে ডার্ক ডেয়ার নামে একটি অ্যাপ। এই অ্যাপের দ্বারা কিছু দুঃসাহসিক চ্যালেঞ্জের বিনিময়ে ব্যবহারকারীর অর্থলাভ হয়। তবে সেই চ্যালেঞ্জ যা খুশি হতে পারে। এমনকি কাউকে খুনও করতে হতে পারে।

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

একটা সময় পুলিশের জালে ধরা পড়ে তানিয়া। পুলিশি জেরা সহ্য করতে না পেরে সে আত্মঘাতী হয়। বোনের মৃত্যুরহস্যের অনুসন্ধান করতে শহরে এসে উপস্থিত হয় দিয়া। তদন্তকারী অফিসার ও এক সাংবাদিকের সূত্রে ক্রমশ সে জানতে পারে ডার্ক ডেয়ারের কথা। ওই অ্যাপের মাস্টারমাইন্ডকে খুঁজতে গিয়ে ডার্ক ওয়েব চক্রের অন্ধকারে প্রবেশ করে দিয়া। 

আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি

সিরিজ়ের চিত্রনাট্য লিখেছেন রুদ্রাশিস রায়। সৃজনশীল পরিচালনায় রয়েছেন রণিতা দাস। একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। চিত্রগ্রহণ করেছেন রিপন হোসেন। সুরকার অম্লান চক্রবর্তীর পরিচালনায় এই সিরিজ়ের শীর্ষসঙ্গীত গেয়েছে বাংলা ব্যান্ড ‘ক্যাকটাস’-এর সদস্যরা। সিরিজ়ের সৃজনশীল উপদেষ্টা হিসেবে রয়েছেন সৌভিক গুহ।

জুনে ক্লিক ডিজিট্যাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘এনক্রিপ্টেড’।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *