এখনই ফিরছেন না, জানালেন দিতিপ্রিয়া
RBN Web Desk: ‘করুণাময়ী রাণী রাসমণি’ শেষ হওয়ার পর টেলিভিশন থেকে বিরতি নিতে চান, জানালেন এই মেগাধারাবাহিকের নামভূমিকার অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ১৮৫৫ সালে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করার ছ’বছর পর রাসমণির জীবনাবসান হয়। ধারাবাহিকে সেই সময়কাল অতিবাহিত হওয়ায় রাসমণির চরিত্রটি এবার শেষ হতে চলেছে।
সংবাদমাধ্যমকে দিতিপ্রিয়া জানিয়েছেন যে তাঁর হাতে কয়েকটি ছবির কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘অচেনা উত্তম’-এ সাবিত্রী চট্টোপাধ্যায়ে ভূমিকায় অভিনয়। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অভিযাত্রিক’। এছাড়াও বেশ কয়েকটি ছবি নিয়ে কথাবার্তা চলছে। তাই অন্য ধারাবাহিকে কাজ করার প্রস্তাব থাকলেও এখনই টেলিভিশনে ফিরছেন না তিনি।
আরও পড়ুন: স্মরণে কিংবদন্তি, কোভিড মোকাবিলায় ‘সৌমিত্র’
গত চার বছর ধরে রানিমার যে ইমেজ তৈরি হয়েছে, তার থেকে বেরিয়ে আসতে চান বলে জানিয়েছেন দিতিপ্রিয়া। তবে স্বাভাবিক কারণেই শেষ পর্বের প্রোমো শুট করার সময় মনখারাপ হয়ে গিয়েছিল তাঁর।