সৃজিতের জন্মদিনে তারকার হাট, পাওয়া গেল ‘দশম অবতার’-এর ঝলক
RBN Web Desk: উদ্দেশ্য ছিল দুটো। এক, সৃজিত মুখোপাধ্যায়ের ৪৬তম জন্মদিন উদযাপন এবং দুই, পরিচালকের আগামী ছবি ‘দশম অবতার’-এর ট্রেলার মুক্তি। প্রযোজনা সংস্থা দুটি ঘটনাকে মিলিয়ে দিলেন সৃজিতের জন্মদিন ২৩ সেপ্টেম্বরের সন্ধ্যায়। দক্ষিণ কলকাতার এক বহুতল পাবে আয়োজিত হলো জোড়া অনুষ্ঠান। হাজির ছিলেন প্রযোজনা সংস্থার দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি এবং বাংলা ইন্ডাস্ট্রির অজস্র চেনা মুখ।
সন্ধ্যা তখন সবে জমে উঠেছে। একে-একে এসে পৌঁছলেন অতিথিরা। ঠিক সময়ে স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে এসে পৌঁছলেন স্বয়ং সৃজিত। সঙ্গে ছিলেন তাঁর শ্যালিকারাও। এর মধ্যেই এসে পৌঁছেছিলেন সেন পরিবার, অর্থাৎ কৌশিক সেন, রেশমি সেন ও ঋদ্ধি সেন। সঙ্গে অবশ্যই সুরাঙ্গনা বন্দোপাধ্যায়। এরপর এলেন জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য ও রূপম ইসলাম।
আরও পড়ুন: নব্বইয়ের নস্টালজিয়া ফেরালেন শিলাজিৎ, নচিকেতা, অঞ্জন
এসেছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তীও। হাজির ছিলেন চিত্রগ্রাহক সৌমিক হালদার, মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর মতো সৃজিতের ছবির মূল কারিগররা। একটু পরেই এলেন শাশ্বত চট্টোপাধ্যায়। প্রায় সঙ্গে সঙ্গেই আবির্ভাব ঘটল ইন্দ্রদীপ দাশগুপ্তেরও। ওদিকে সমস্ত হইচইকে মুহূর্তে সচকিত করে দিয়ে প্রবেশ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘দশম অবতার’-এর অন্যতম তারকা তিনি। আরও কিছু পরে স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে এসে পৌঁছলেন যিশু সেনগুপ্ত। হাত ধরে পার্টিতে ঢুকলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। সঙ্গে পুত্র উজান। ক্রমে হাজির হলেন সস্ত্রীক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, দেবালয় ভট্টাচার্য, অভিরূপ ঘোষ। একটু দেরিতে হলেও ঢুকলেন ঋতব্রত মুখোপাধ্যায় ও জুন মালিয়া। আরও একটু রাত করে সবার শেষে এসে পার্টিতে যোগ দিলেন দেবও। তারকার হাট যেন সম্পূর্ণ হলো।
উজ্জ্বল কমলা পাঞ্জাবিতে সৃজিতকে ঘিরে ছিলেন তাঁর অনুরাগী ও বন্ধুরা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলেন সকলেই। হাসিমুখে সকলের উষ্ণ অভিনন্দন গ্রহণ করলেন তিনি। প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর সম্পর্ক সেই ২০১০ থেকে। ‘অটোগ্রাফ’ দিয়ে শুরু করে পরপর কয়েক বছরে তিনি উপহার দিয়েছেন ‘বাইশে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি’, ‘মিশর রহস্য’, ‘রাজকাহিনী’, ‘জুলফিকার’, ‘উমা’, ‘ভিঞ্চিদা’, ‘গুমনামি’, ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো একাধিক সফল ছবি। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘বাইশে শ্রাবণ’। তার সাতবছর পর ২০১৯-এ মুক্তি পায় ‘ভিঞ্চিদা’। বহু আগেই সৃজিতের পরিকল্পনা ছিল কপ ইউনিভার্স পরিচালনা করার। এই দুই ছবির বেশ কিছু চরিত্রকে একসঙ্গে করে তৈরি হয়েছে ‘দশম অবতার’, যাকে ‘বাইশে শ্রাবণ’-এর প্রিকুয়েল হিসেবে বর্ণনা করেছেন সৃজিত।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
মঞ্চে কেক কেটে সৃজিতের জন্মদিন পালন করলেন ‘দশম অবতার’-এর শিল্পীরা। কেক কাটার পর জন্মদিনের উপহার হিসেবে প্রযোজনা সংস্থার তরফে দেখানো হলো একটি বিশেষ মজাদার ভিডিও যেটি সৃজিতের বিভিন্ন ছবির নানা ফুটেজ কেটে ও শ্যুটিংয়ের মুহূর্তকে জুড়ে বানানো। এরপর ট্রেলার মুক্তির আগে ছবির অভিনেতাদের সঙ্গে আরও একবার আনুষ্ঠানিকভাবে আলাপ করিয়ে দিলেন সৃজিত। এমনকি মজা করে যিশুকে দক্ষিণী ছবির তারকা হিসেবেও পরিচয় করালেন তিনি। প্রসেনজিৎ জানালেন, শ্যুটিংয়ের সবথেকে আনন্দের মুহূর্ত ছিল টানা ৪৬ ঘণ্টা ধরে শুট করার দুটো বিশেষ দিন। সকলে একসঙ্গে মিলে কাজ করার যে মজা তার জন্য সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ জানালেন তিনি।
ছবি প্রসঙ্গে সৃজিত জানালেন, “ওপরওয়ালা এমনভাবে আমাদের জন্মদিনগুলো ফেলেছেন যে খুব সুন্দরভাবে মার্কেটিং প্ল্যান করা যায়। আমার জন্মদিনে যেমন ট্রেলার মুক্তি পেল, তেমনই আর ঠিক সাতদিন পর ৩০ সেপ্টেম্বর বুম্বাদার (প্রসেনজিৎ) জন্মদিনে মুক্তি পাবে ছবির প্রথম গান। তার সাতদিন পর অনির্বাণের জন্মদিনে মুক্তি পাবে ছবির দ্বিতীয় গান। আশা করব পুজোতে মানুষ ছবিটা দেখবেন।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
প্রসেনজিৎ বললেন, “প্রবীর রায়চৌধুরী ফিরে আসছে। আর প্রবীরের সঙ্গে এবার থাকছে বিজয় পোদ্দারও। এই দুটো চরিত্র মিলে একটা নতুন ডাইমেনশন তৈরি করবে এবার। সংলাপের ম্যাজিক যেটা সৃজিতের ছবিতে থাকেই সেটা এখানেও থাকবে। সৃজিত-প্রসেনজিৎ কম্বোর জন্য দর্শক অপেক্ষা করেন বলেই আমি মনে করি। অনেকগুলো ছবি আমরা একসঙ্গে করেছি। এই ছবিটার জন্য আমার এনার্জি লেভেল ১১ বছর আগের সময়ের মতো এগিয়ে নিয়ে যেতে হয়েছে, সেটা খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল।”
১৯ অক্টোবর মুক্তি পাবে ‘দশম অবতার’।