পিকাসোর ছবি ও রহস্যমৃত্যু

RBN Web Desk: পলাশ মুখার্জি, ওরফে পিকাসো স্বনামধন্য চিত্রশিল্পী। কিন্তু এমন নামী এক শিল্পী সম্প্রতি যে দুজনের পোট্রেট এঁকেছে, দুজনেরই রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। এমনই এক ভয়ঙ্কর রহস্যের গল্প নিয়ে আসছে পরিচালক রাজা চন্দের ওয়েব সিরিজ় ‘পিকাসো’। অভিনয়ে রয়েছেন টোটা রায়চৌধুরী, সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী ও কাব্য ভৌমিক। 

সিরিজ়ের গল্প শুরু হয় এক সাংবাদিকের হাত ধরে। ফটোগ্রাফার বন্ধু বিক্রম সেনের থেকে খবর পেয়ে সাংবাদিক শ্রেয়া যায় পিকাসোর সঙ্গে সাক্ষাৎ করে এই অদ্ভুত ঘটনা কভার করতে। এরই মাঝে আর এক উঠতি মডেলের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায়। তার ছবিও কদিন আগেই এঁকেছে পিকাসো। কোন রহস্য রয়েছে এর পিছনে? খবরের আশায় গিয়ে শ্রেয়া কি বিশেষ কিছু জানতে পারবে?

আরও পড়ুন: এবার মহালয়ায় ‘নবপত্রিকা’

সিরিজ়ে পিকাসোর চরিত্রে রয়েছেন টোটা। “চিত্রশিল্পীর চরিত্রে আমি আগেও অভিনয় করেছি,” জানালেন তিনি। “তবে সেই চরিত্র এরকম রহস্যময় ছিল না। এটা খুবই কঠিন একটা চরিত্র যেটা নিয়ে রাজার সঙ্গে প্রচুর আলোচনা করেছি। ওর সঙ্গে বহুদিনের পরিচয় থাকলেও এটাই আমাদের একসঙ্গে প্রথম কাজ। আশা রাখি দর্শকের ভালো লাগবে।” 

সৌরভকে দেখা যাবে ফটোগ্রাফার বিক্রমের ভূমিকায়। সৌরভ জানালেন, “প্রচুর সিরিয়াস এবং কমেডি চরিত্রে অভিনয় করলেও এরকম ফ্ল্যাম্বয়েন্ট ও ক্যাসানোভা চরিত্রে এর আগে আমি অভিনয় করিনি। বিক্রমের চরিত্রটা খুব ধূসর এবং নানারকম দ্বন্দ্ব রয়েছে তার মধ্যে। রাজাদাকে ধন্যবাদ এরকম একটা চরিত্রে আমাকে ভাবার জন্য।” 

আরও পড়ুন: রিমেক হতে চলেছে ‘ঝিন্দের বন্দী’?

শিল্পী পাবলো পিকাসো তাঁর কাছে বরাবরই খুব আগ্রহের বিষয় বলে জানালেন রাজা। “তাই এরকম একটা চিত্রনাট্য নিয়ে কাজ করার ব্যাপারে আলাদা উত্তেজনা ছিল। টোটার সঙ্গে কাজ করার জন্য খুবই আগ্রহী ছিলাম। চরিত্রটা এমন অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য টোটার প্রতি আমি কৃতজ্ঞ। সৌরভের অভিনীত চরিত্রটাও একেবারে ভিন্নধর্মী। খুব ভালো কাজ করেছে সৌরভ। এছাড়া সৃজলা, রোজা, দেবপ্রসাদ প্রত্যেকেই অনবদ্য অভিনয় করেছে।” 

সিরিজ়ের চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। চিত্রগ্রহণে আছেন সৌম্যদীপ্ত (ভিকি) গুইন। সম্পাদনা করেছেন মহমম্দ কালাম। সঙ্গীত পরিচালনা করেছেন অভিষেক ও রাজপুত্র। ছবির গান লিখেছেন রাজা নিজে।

নভেম্বরে ক্লিক ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে ‘পিকাসো’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *