হুইস্কিতে আপত্তি, বিজয় পোদ্দার বোর্নভিটা খেলে সেটা বাংলার সঙ্গে

কলকাতা: আজ মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’-এর ট্রেলার। গতকাল সৃজিতের ৪৬তম জন্মদিন উপলক্ষে এক এলাহি আসরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বহু শিল্পী ও সাংবাদিকদের উপস্থিতিতে দেখানো হলো ছবির ট্রেলার।

ছবি মুক্তির আর একমাসও বাকি নেই। এটি সৃজিতের কপ ইউনিভার্সের প্রথম ছবি যেখানে মিলে যাবে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চিদা’র চরিত্রেরা। এই দুটি ছবির প্রিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘দশম অবতার’। ছবিতে অভিনয়ে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসান। 

কী থাকছে ট্রেলারে? 

থাকছেন প্রবীর রায়চৌধুরী রূপে প্রসেনজিৎ। তাঁকে সঙ্গ দেবেন, অভিজিৎ পাকড়াশি নয়, ‘ভিঞ্চিদা’র বিজয় পোদ্দার (অনির্বাণ)। থাকছেন জয়া। পুলিশকে তিনি দশম অবতারের অস্তিত্ব সম্পর্কে অবহিত করেন, যার হাতে শহরের বুকে হয়ে চলেছে একটার পর একটা খুন। আর থাকছেন যিশু, একেবারে অন্য অবতারে। যতদূর জানা যাচ্ছে তিনিই দশম অবতার। কিন্তু থ্রিলার ছবির হিসেব অনুযায়ী এত আগে কিছু ধরে না নেওয়াই ভালো কারণ ট্রেলার বলে দিচ্ছে ছবিতে থাকবে অজস্র চমক। 

আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?

একদিকে প্রবীরের মুখে যেমন থাকছে সেই বিখ্যাত সংলাপ, ‘বাবু নয়, স্যার, আমি মুদির দোকান চালাই না’, তেমনই বিজয় পোদ্দার রূপেও অনির্বাণের প্রিয় খাবার চিকেন চাউমিন আর চিলি ফিশ, যা কিনা ‘দ্বিতীয় পুরুষ’-এর খোকাকে মনে করিয়ে দেবে। থাকছে কপ ছবির উপযুক্ত অজস্র অ্যাকশন দৃশ্য এবং প্রেমের গল্পও। সৃজিতীয় স্টাইলে সংলাপ যেমন আছে তেমনই আছে কমেডিও। ট্রেলারের শেষ অংশে বিজয়কে হুইস্কি অফার করেন প্রবীর।বিজয় জানান তিনি অন-ডিউটি মদ্যপান করেন না। তবে কি তিনি বোর্নভিটা খান? ‘বোর্নভিটা চলে, তবে বাংলার সঙ্গে,’ বিজয়ের সংক্ষিপ্ত উত্তর।

ছবি: RBN আর্কাইভ




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *