ভালো চিত্রনাট্য, চরিত্র হলে তবেই আমাকে পাওয়া যাবে: পাওলি
বাংলা কমেডি ছবিতে মেয়েদের জন্য তেমন সুযোগ থাকে না বলেই মনে করেন অভিনেত্রী পাওলি দাম। বনফুলের গল্প অবলম্বনে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ‘একটু সরে বসুন’-এ অভিনয় করছেন তিনি। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।
“এত যুগ ধরে বাংলায় যে সব কালজয়ী কমেডি ছবি হয়ে এসেছে সেখানে কর্পোরেট, কমেডি ও গ্ল্যামারের মিশেলে কোনও মহিলা চরিত্রকে সেভাবে আমরা পাইনি,” রেডিওবাংলানেট-কে বললেন পাওলি। “কমলেশ্বরদা সেরকমই একটা চরিত্র এই ছবিতে আমার জন্য রেখেছেন।”
এর আগে পরিচালকের সঙ্গে ‘ক্ষত’, ‘মহানায়ক’ এবং ‘পাসওয়ার্ড’-এ কাজ করেছেন পাওলি। তবে সেগুলির কোনওটিই কমেডি ছবি ছিল না।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
পাওলির মতে, “এরকম চরিত্র তো আমাদের জন্য লেখাই হয় না। আমার তো মনে হয় এই ধরনের চরিত্র যদি সফল হয় তাহলে এরকম আরও চরিত্র বিভিন্ন ছবিতে আসতে পারে। আমি নিজে নানারকম চরিত্রে কাজ করলেও এরকম ইন্টারেস্টিং এবং গ্ল্যামারাস চরিত্র আগে পাইনি।”
এমনিও খুব কম ছবিতে পাওলিকে দেখা যায়। সে বিষয়ে প্রশ্ন করতেই সপাটে জবাব দিলেন, “ভালো কিছু পাই না তাই। ভালো চিত্রনাট্য এবং চরিত্র নিয়ে এলে তবেই আমাকে পাওয়া যাবে।”