এবার মহালয়ায় ‘নবপত্রিকা’
RBN Web Desk: ‘আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির’। এটুকু শুনলেই মনটা পুজোর জন্য নেচে ওঠে। বাঙালির ধর্মই এই। প্রতি বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেবী দুর্গার আরাধনায় বিভিন্ন নতুন পরিকল্পনা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। সেই উপলক্ষে জ়ি বাংলার নিবেদন ‘নবপত্রিকা’। দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপের আরাধনার জন্য ন’রকম পাতার প্রয়োজন হয়। এই ন’টি পাতাকে একত্রে বলা হয় নবপত্রিকা বা শস্যবন্ধু। নবদুর্গার ন’টি রূপের একেকটির সঙ্গে নবপত্রিকার একেকটি রূপ সম্পর্কিত।
এবারের নিবেদনে দুর্গার ন’টি রূপ এবং তার সঙ্গে ন’টি পাতার সম্পর্ক আলোচিত হবে। সেই কাহিনিগুলির সঙ্গে সম্পর্কিত হবে মহিষাসুরমর্দিনীর কাহিনি। এই কাহিনিগুলি শোনা যাবে মহাদেব ও পার্বতীর মুখে।
আরও পড়ুন: মধ্যবিত্ত বাঙালির প্রতিদিন, সেরা অভিনয়
পার্বতী, মহালক্ষ্মী, মহাকালী ও মহাসরস্বতীর ভূমিকায় অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়। মহিষাসুরমর্দিনী দুর্গার ভূমিকায় থাকবেন অঙ্কিতা মল্লিক এবং মহাদেবের চরিত্রে দেখা যাবে অভিষেক বসুকে। অঙ্কিতাকে ‘জগদ্ধাত্রী’ অভিষেককে ‘ফুলকি’ ধারাবাহিকে দেখা যায়।
১৪ অক্টোবর ভোর পাঁচটায় সম্প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান।