সৃজিত এখন অনেক পরিণত, মনে করেন স্বস্তিকা

কলকাতা: ক্যামেরার কাজের ক্ষেত্রে আগের চেয়ে অনেক পরিণত হয়েছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। এমনটাই মনে করেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। একই সঙ্গে শুটিংয়ের সময়ও আগের তুলনায় ইদানিং অনেকটাই শান্ত থাকেন সৃজিত, জানালেন তিনি। ২০১৯-এর ‘শাহজাহান রিজেন্সি’র পাঁচ বছর পর আবার সৃজিতের পরিচালনায় ‘টেক্কা’ (Tekka) ছবিতে কাজ করলেন স্বস্তিকা। 

স্বস্তিকা ছাড়াও ‘টেক্কা’য় থাকছেন দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury), সৃজা দত্ত (Sreeja Dutta), আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), পরান বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Mukherjee), লোকনাথ দে (Loknath Dey)। আজ ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকলেই। 

আরও পড়ন: ২০ বছর পর নতুন নজির ‘বীর জ়ারা’র

শহর কলকাতার বুকে স্কুলের সামনে থেকে একটি ছোট্ট মেয়ের অপহরণ এবং তার পরবর্তী ৪৮ ঘণ্টায় ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই হস্টেজ থ্রিলার ছবি।

“আজ ট্রেলার বেরোবার সঙ্গে-সঙ্গে দর্শক কিছুটা বুঝতে পারবেন ছবির বিষয়টা কী,” বললেন দেব। “কেন আমরা ছবির প্রচারের জন্য দুটো ব্যানার ব্যবহার করেছিলাম, ‘আমার চাকরি কে ফিরিয়ে দেবে ‘, আর ‘আমার মেয়েকে কে ফিরিয়ে দেবে’, এই দুটো লাইন শুধুমাত্র ছবির বিষয়কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এর বাইরে কিছুই ছিল না, সেটা আজ ট্রেলার দেখলে বোঝা যাবে।” 

আরও পড়ুন: আবারও মহাদেবের চরিত্রে অক্ষয় কুমার

প্রথমবার সৃজিতের পরিচালনায় কাজ করলেন পরান। সেই নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি। বললেন, “এর আগে সৃজিতের সঙ্গে অনেকবারই কথা হয়েছে কিন্তু নানা কারণে কোনও ছবি আর করা হয়ে ওঠেনি। এবার ও রীতিমতো বায়না ধরেছিল। তাই এবার ছবিটা হয়েই গেল। আমাকে সোজা বলেছিল, এবার তোমাকে ছাড়ছি না। শুধু এই কথাটার জন্য ওর প্রতি আমার ভালোবাসাটা বেড়ে গেল। ছবির গল্পটা এই সময়ের সঙ্গে খুব প্রাসঙ্গিক। দৈনন্দিন জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারবে মানুষ। সকলের সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। আর যেখানে দেব রয়েছে সেখানে তো কাজ করতে আলাদাভাবে ভালো লাগে।” 

Swastika Mukherjee

ট্রেলার মুক্তি উপলক্ষে টিম ‘টেক্কা’

‘টেক্কা’কে মহিলাকেন্দ্রিক ছবি বলা চলে, দেবের এমন উক্তির রেশ ধরে রুক্মিণী জানালেন, “ছবিতে যেমন পুরুষ ব্রিগেড অর্থাৎ সৃজিত, দেব এবং পরানদা রয়েছেন তেমনই মহিলা ব্রিগেডে আমরা ছাড়াও রয়েছে দুই শক্তিশালী টেকনিশিয়ন। একজন আর্ট ডিরেক্টর নাফিসা মন্ডল যিনি এক ঘণ্টা আগে সৃজিত নির্দেশ দিলেও অসামান্য দক্ষতায় সেট রেডি করেছে। আর একজন চিত্রগ্রাহক মধুরা পালিত। ‘টেক্কা’ কিছুতেই ‘টেক্কা’ হতে পারত না মধুরা না থাকলে। দুজনেই অসম্ভব দক্ষতা নিয়ে কাজ করেছে।” 

ট্রেলারে রয়েছে বেশ কিছু আপত্তিকর শব্দ। সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সৃজিত জানালেন, “শুরুতেই লিখে দেওয়া আছে এরকম কিছু শব্দ রয়েছে। এটা ‘বাইশে শ্রাবণ’ থেকেই চলছে। মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষাটা আমরা সিনেমায় বহুবছর ধরে এড়িয়ে গিয়েছি। কিন্তু আর্ট তো জীবন থেকেই তৈরি হবে। সেক্ষেত্রে ভাষাটাও সেইভাবেই আসা উচিত। সংলাপ আমার লেখা। পরিপ্রেক্ষিত এবং পরিস্থিতিকে মাথায় রেখেই সংলাপ এসেছে, কোনওভাবেই তা বিক্ষিপ্ত মনে হবে না।” 

আরও পড়ুন: পরিবারের নতুন সদস্য জয়দীপ

ছবির একটি গান ‘তোমায় ছেড়ে যেতে পারলাম কই’ পাঁচদিন ধরে ইউটিউব ট্রেন্ডিংয়ে পাঁচ নম্বরে রয়েছে। সেই গানের সুর করেছেন রণজয় ভট্টাচার্য (Ranajoy Bhattacharjee), গেয়েছেন অনুপম রায় (Anupam Roy)। 

রণজয় জানালেন, “‘টেক্কা’র গানের ক্ষেত্রে সৃজিতদার ছবিতে যেমনটা হয়, ছবির দৃশ্যের সঙ্গে গানটা মিলে যায়, সেটা মাথায় রেখেই কাজ করেছি। আগে কিছু গান পাঠিয়েছিলাম সৃজিতদাকে, তার মধ্যে থেকেই পছন্দ করে নিয়েছিল। দেবদার সঙ্গেও এটা আমার প্রথম কাজ। খুব আনন্দ করে কাজ করেছি। সঙ্গে দীপ্তার্ক ভীষণ ভালো আবহ করেছে।”

৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘টেক্কা’। 

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *