খলচরিত্রে রণবীর, ঘোষণা জন্মদিনে
RBN Web Desk: ‘ধুম ৪’ (Dhoom 4) ছবিতে থাকছেন রণবীর কপূর (Ranbir Kapoor), ৪২তম জন্মদিনে এলো নতুন ঘোষণা। কেরিয়ারের ২৫তম ছবি, তাই বিশেষ কিছু হতেই হতো। তাঁর ১৭ বছরের কেরিয়ারে বরাবরই বেছে ছবি করেছেন রণবীর। গতকাল ছিল তাঁর জন্মদিন। সেদিনেই জানা গেল, ‘ধুম ৪’ ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে রণবীরকে।
২০০৪ সালে জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া ও ঈশা দেওলকে নিয়ে তৈরি হয় ‘ধুম’ (Dhoom) ছবিটি। বিপুল জনপ্রিয়তা পাওয়ায় পরবর্তীতে ২০০৬ সালে হৃত্বিক রোশন ও ঐশ্বর্য রাইকে নিয়ে তৈরি হয় ‘ধুম ২’ (Dhoom 2)। ২০১৩ সালে ‘ধুম ৩’ (Dhoom 3) এ দ্বৈত চরিত্রে ছিলেন আমির খান, সঙ্গে ক্যাটরিনা কইফ। এখনও পর্যন্ত এই সিরিজ়ের সবক’টি ছবিতেই ছিলেন অভিষেক ও উদয়, যথাক্রমে জয় ও আলির চরিত্রে।
‘ধুম’ এমন এক সিরিজ় যেখানে খলনায়ক চরিত্রই গল্পের মুখ্য আলোচ্য হয়ে ওঠে। সঙ্গে থাকে প্রযুক্তি ও গতির ঝাঁ চকচকে মিলমিশ। ‘ধুম ৪’ বা ‘ধুম রিলোডেড’ নিয়ে বহুদিন ধরেই চিন্তাভাবনা করছিলেন নির্মাতা আদিত্য চোপড়া (Aditya Chopra)। গতকাল রণবীরের জন্মদিনে তিনি ‘ধুম ৪’-এর মূল অভিনেতা সম্পর্কে জানিয়েছেন। তবে এবার অন্য দুই অভিনেতাও পাল্টে যাবেন। অভিষেক ও উদয়ের জায়গায় যুক্ত হবেন নতুন প্রজন্মের কোনও দুই অভিনেতা, এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন: পুজোয় আসছে মেগা-সিরিজ় ‘বাঁড়ুজ্যে ফ্যামিলি’
গতবছর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ (Tu Jhoothi Main Makkaar) ছবিটির মাঝারি সাফল্যের পর মুক্তি পাওয়া ছবি ‘অ্যানিমাল’ (Animal) রণবীরের কেরিয়ারের অন্যতম বড় বক্স অফিস হিট হয়ে রয়েছে। আপাতত তাঁর হাতে রয়েছে নীতেশ তিওয়ারির (Nitesh Tiwari) ‘রামায়ণ’ (Ramayana) এর মতো বড় প্রজেক্ট।
জানা গিয়েছে ‘ধুম ৪’-এর শুটিং আগামী বছর শুরু হবে। ২০২৬ এ মুক্তি পাবে ছবিটি।