আবারও জুটিতে করিনা-সইফ, থাকবেন খলচরিত্রে?

RBN Web Desk: আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে সইফ আল খান (Saif Ali Khan) ও করিনা কপূরকে (Kareena Kapoor Khan)। সন্দীপ রেড্ডি বঙ্গার (Sandeep Reddy Vanga) ছবিতে জুটি হিসেবে দেখা যেতে পারে দুজনকে, এমনটাই শোনা যাচ্ছে। 

‘কবীর সিং’ এবং সম্প্রতি ‘অ্যানিমাল’ ছবির সুবাদে সন্দীপ বর্তমান ভারতীয় ছবিতে যথেষ্ট চর্চিত নাম। তাঁর আগামী ছবি ‘স্পিরিট’ (Spirit) নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন তিনি। এই ছবির মুখ্য চরিত্রে থাকতে পারেন দক্ষিণী তারকা প্রভাস (Prabhas)। অন্যদিকে খলচরিত্রে দেখা যেতে পরে সইফ ও করিনাকে। ছবিতে তাঁরা জুটি হিসেবেই থাকবেন বলে জানা যাচ্ছে। যদিও ছবির প্রযোজক বা সন্দীপ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও ঘোষণা করেননি তবু মনে করা হচ্ছে আগামী বছর মুক্তি পাবে ছবিটি। 

আরও পড়ুন: ২০ বছর পর নতুন নজির ‘বীর জ়ারা’র

সইফ ও করিনাকে এর আগে বেশ কিছু ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে। ২০০৩ এ ‘এলওসি কার্গিল’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যায় তাঁদের। এরপর ‘ওমকারা’, ‘টশন’, ‘কুরবান’ ও ‘এজেন্ট বিনোদ’ ছবিতে কখনও জুটিতে কখনও আলাদাভাবে তাঁরা অভিনয় করেছেন। ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আর একসঙ্গে ছবি করেননি তাঁরা। 

ছবি: অ্যালামি




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *