২০ বছর পর নতুন নজির ‘বীর জ়ারা’র
RBN Web Desk: মুক্তির ২০ বছর পর নতুন নজির সৃষ্টি করল যশ চোপড়া (Yash Chopra) পরিচালিত ছবি ‘বীর-জ়ারা’ (Veer-Zaara)। পুনর্মুক্তিতে বক্স আফিসে ₹১০০ কোটির আয় পার করল শাহরুখ খান (Shah Rukh Khan), প্রীতি জ়িন্টা (Preity Zinta) ও রানী মুখোপাধ্যায় (Rani Mukerji) অভিনীত ছবিটি।
২০০৪ সালের ১২ নভেম্বর মুক্তি পায় ‘বীর-জ়ারা’। সে বছর গোটা ভারতে অন্যতম সফল ছবি ছিল সেটি। তিন ঘণ্টা বারো মিনিটের ম্যারাথন এই ছবিতে সুরারোপ করেন মদন মোহন। প্রায় প্রতিটি গানই সুপারহিট হয়।
আরও পড়ুন: পরিবারের নতুন সদস্য জয়দীপ
দু’দশক পেরিয়ে ‘বীর-জ়ারা’ আজও জনপ্রিয়। পুরনো ছবির পুনর্মুক্তি এখন ট্রেন্ড। সেই ট্রেন্ডে গা ভাসিয়ে সম্প্রতি মুক্তি পায় ছবিটি। টেলিভিশনে একাধিকবার দেখানো হলেও, বড়পর্দায় ছবি দেখার ম্যাজিক যে এখনও অটুট তা ফের প্রমাণ হলো।