পরিবারের নতুন সদস্য জয়দীপ

RBN Web Desk: পরিবারে এবার নতুন সদস্যের সংযোজন হতে চলেছে। জনপ্রিয় এই  সিরিজ়ে যোগ দিতে চলেছেন আর এক বিখ্যাত অভিনেতা। কথা হচ্ছে ‘দ্য ফ্যমিলি ম্যান’ (The Family Man) ওয়েব সিরিজ় নিয়ে। তৃতীয় সিজ়নের শুটিংয়ে যোগ দিয়েছেন অভিনেতা জয়দীপ অহলাওয়াত (Jaideep Ahlawat)

শ্রীকান্ত তিওয়ারি নামের সঙ্গে পরিচয় নেই এমন দর্শক এ প্রজন্মে বিরল। ২০১৯-এ মুক্তি পেলেও মূলত কোভিড সময়ে প্রবল জনপ্রিয়তা পায় ‘দ্য ফ্যমিলি ম্যান’ ওয়েব সিরিজটি। অভিনয়ে প্রথম সিজ়ন থেকেই রয়েছেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee), শারিব হাশমি (Sharib Hashmi), প্রিয়মণি (Priyamani), শরদ কেলকর (Sharad Kelkar), অশ্লেষা ঠাকুর, বেদান্ত সিংহ। এছাড়াও গল্প অনুযায়ী বিভিন্ন অভিনেতারা এসেছেন প্রথম ও দ্বিতীয় সিজ়নে। ২০২১-এ মুক্তি পেয়েছিল সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন।

বর্তমানে তৃতীয় সিজ়নের শুটিং চলছে। সেই শুটিংয়ে যোগ দিয়েছেন ‘পাতাল লোক’ (Paatal Lok) খ্যাত অভিনেতা জয়দীপ। প্রায় একই সময়ে জনপ্রিয়তা পায় ‘দ্য ফ্যমিলি ম্যান’ ও ‘পাতাল লোক’ সিরিজ় দুটি। দুই সিরিজ়ের দুই মুখ্য অভিনেতা ছিলেন যথাক্রমে মনোজ ও জয়দীপ। তবে ‘দ্য ফ্যমিলি ম্যান’ সিরিজ়ের পরবর্তী সিজ়ন এলেও জয়দীপের ‘পাতাল লোক’ এখনও পর্যন্ত একটি সিজ়নেই সীমাবদ্ধ রয়েছে।

আরও পড়ুন: ভিসা জটিলতা, নেই তাসনিয়া ফারিন

বহুদিন ধরে অভিনয়ের জগতে থাকলেও মূলত এই সিরিজ়ই জয়দীপকে লাইমলাইটে এনে দেয়। এরপর গত কয়েক বছরে তাঁকে দেখা গেছে ‘জানে জা’ (Jaane Jaan), ‘মহারাজ’ (Maharaj) ও ‘থ্রি অফ আস’ (Three of Us) ছবিতে। 

‘ফ্যমিলি ম্যান’ সিরিজ়ের তৃতীয় পর্বের গল্প ভারতের উত্তরপূর্ব অঞ্চলের সন্ত্রাসবাদকে কেন্দ্র করে হতে চলেছে এমনটা জানা গিয়েছিল দ্বিতীয় সিজ়নের শেষে। নাগাল্যান্ডে শুরু হয়েছে শুটিং। সেখানেই যোগ দিতে দেখা গিয়েছে জয়দীপকে। শোনা যাচ্ছে এই সিজ়নে মূল খলনায়কের ভূমিকায় থাকবেন তিনি।

২০২৫ সালে মুক্তি পাবে ‘দ্য ফ্যমিলি ম্যান’-এর তৃতীয় সিজ়ন।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *