আবারও মহাদেবের চরিত্রে অক্ষয় কুমার

RBN Web Desk: আবারও ভগবান শিবের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ‘কান্নাপ্পা’ (Kannappa) নামের তেলুগু ছবিতে এই ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। ৯ সেপ্টেম্বর অক্ষয়ের ৫৭তম জন্মদিনে ছবির টিমের তরফ থেকে তাঁর চরিত্রের একাংশের একটি পোস্টার প্রকাশ করে শুভেচ্ছা জানানো হয় অভিনেতাকে। 

বছরের শুরুর দিকে জানা যায় অক্ষয় প্রথমবার তেলুগু ছবিতে অভিনয় করতে চলেছেন। মুখেশ কুমার সিংহ (Mukesh Kumar Singh) পরিচালিত ছবিটি তামিল সাধু ভক্ত কান্নাপ্পার কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিষ্ণু মানচু (Vishnu Manchu)। এছাড়াও রয়েছেন প্রীতি মুকুন্দন (Preity Mukhundhan), মোহনলাল (Mohanlal), মোহন বাবু (Mohan Babu), মধু (Madhoo), মুকেশ ঋষি (Mukesh Rishi) ও ব্রহ্মানন্দম (Brahmanandam)

আরও পড়ুন: ₹৫৫০ কোটি পেরিয়েও দৌড় অব্যাহত

মুক্তি পাওয়া পোস্টারে অক্ষয়ের চরিত্র অর্থাৎ ভগবান শিবের রুদ্রাক্ষ পরিহিত পেশীবহুল বাহুর ছবি দেখা যাচ্ছে। গত বছর ‘OMG ২’ ছবিতেও অক্ষয়কে একই ভূমিকায় দেখা গিয়েছিল। তবে দুই ছবিতে তাঁর লুক কতটা একরকম হবে তা এখনও জানা যায়নি। তেলুগু ছাড়াও তামিল, মালায়লম, কন্নড়, হিন্দি ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে ছবিটি। 

ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে ‘কান্নাপা’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *