আবারও বাংলা ছবিতে সায়ন মুন্সি, সঙ্গে জয়া আহসান

RBN Web Desk: প্রায় এক দশক পর বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন সায়ন মুন্সি (Shayan Munshi)। একসময় পরপর হিন্দি ছবিতে কাজ করেছেন অভিনেতা। তাঁর শেষ অভিনীত বাংলা ছবি ‘ক্রস কানেকশন ২’। ছবিটি ২০১৪ সালে তৈরি হলেও মুক্তি পায় অনেক পরে।

শোনা যাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরীর (Aniruddha Roy Chowdhury) পরিচালনায় ‘ডিয়ার মা’ (Dear Maa) ছবিতে অভিনয় করতে চলেছেন সায়ন। মা-মেয়ের সম্পর্কের নিয়ে ছবির গল্প। ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান (Jaya Ahsan)। তাঁর বিপরীতে রয়েছেন চন্দন রায় সান্যাল। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন: নতুন থ্রিলারে দেবলীনা, দেবরাজ, ঋত্বিকা

উল্লেখ্য অনিরুদ্ধ নিজেও এক দশক পেরিয়ে বাংলা ছবি পরিচালনায় ফিরলেন। তাঁর শেষ পরিচালিত বাংলা ছবি ‘বুনো হাঁস’ মুক্তি পেয়েছিল ২০১৪ সালে।

ছবি: আইএমডিবি




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *