‘ট্রিবিউট’-এ সম্মানিত বাংলা বিনোদন জগতের শিল্পীরা

কলকাতা: বাংলা বিনোদন জগতের ১১ জন শিল্পী ও কলাকুশলীকে সম্মানিত করল গহনা প্রস্তুতকারক সংস্থা পি সি চন্দ্র জুয়েলার্স। সম্প্রতি শহরে এই উপলক্ষ্যে ‘ট্রিবিউট’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয় ইস্টার্ন ইন্ডিয়া সিনেটেল ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায়। পি সি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে এঁদের এক বছরের জন্য অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন সংস্থার অধিকর্তা অভিষেক আড্ডি। অনুষ্ঠানে মুখ্য অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী লিলি চক্রবর্তী ও অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়।

শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন বরুণ মুখোপাধ্যায়, প্রসাদ চট্টোপাধ্যায়, সুখেন্দু অধিকারী, সৌগত মজুমদার, পান্তু নাগ, শিপ্রা সাহা, মোহন রানা, শম্ভুনাথ সাহা, অর্পিতা বেকার, বিশ্বনাথ দাস ও অরুণ পান্ডা। এঁদের মধ্যে অনেকেই সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার, কৌশিক গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর মত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।

আরও পড়ুন: স্মরণে ঋতুপর্ণ, এই প্রথম কোনও ভারতীয় ছবিকে রাষ্ট্রসংঘের অনুমোদন

লিলি চক্রবর্তী বলেন, “উপস্থিত অনেকের সঙ্গেই একসময় কাজ করেছি। এঁরা প্রত্যেকেই ভীষণ গুণী মানুষ। আজ তাঁদের এরকম অবস্থা দেখে সত্যিই খারাপ লাগছে। পি সি চন্দ্র যে এরকম একটি উদ্যোগ নিয়েছে সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে।” 

অরিন্দম বলেন, “পি সি চন্দ্রের ‘ট্রিবিউট’ অত্যন্ত জরুরি একটি পরিকল্পনা। আমাদের বাংলা চলচ্চিত্র জগতের এই স্বর্ণযুগের শিল্পীদের অবদান অনেক।”

সংস্থার পক্ষ থেকে এক বছরের জন্য অর্পিতাকে ১০ হাজার টাকা এবং বাকিদের ৫ হাজার টাকার মাসোহারার ব্যবস্থা করা হয়। প্রত্যেকের হাতে পুষ্পস্তবক ও চেক তুলে দেন অরিন্দম ও লিলি।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *