বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
ছিল না কোনও সমকক্ষ
নিজের নামের সঙ্গে একটি বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে, অর্থপিশাচ, লোভী, কামুক, বদমায়েশ চরিত্রের ছাপ গড়ে তোলেন সৌমিত্র। সেইসময় তাঁর সমকক্ষ হিসেবে একমাত্র অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউই ছিলেন না।
<—শুভেন্দু চট্টোপাধ্যায়ের উক্তি | শেষ জীবনে যাত্রায়—>