স্মার্টফোন যখন বিপদ, কমেডি ছবিতে খরাজ ও পরাণ

RBN Web Desk: প্রযুক্তির দিক থেকে দেখতে গেলে স্মার্টফোন সবার জীবনে বিজ্ঞানের আশীর্বাদ হয়েই দেখা দিয়েছে। কিন্তু সব ক্ষেত্রেই কি তাই? যে কোনওদিন মোবাইল ফোন ব্যাবহার করেনি তার জীবনকে কতটা সহজ করতে পারে এই প্রযুক্তি? এই সমস্যাকে মজার মোড়কে সাজিয়ে আসছে পরিচালক প্রণবেশ চন্দ্র ও শান্তনু বসুর ছবি ‘ভুবনবাবুর স্মার্টফোন’। অভিনয়ে থাকবেন চিন্তা মুখোপাধ্যায়, পরাণ বন্দোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, ঈশান মজুমদার, সিদ্ধার্থ ঘোষ, চন্দ্রনিভ মুখোপাধ্যায়, পত্রালি চট্টোপাধ্যায়, ছন্দা চট্টোপাধ্যায়, দেবাঞ্জন নাগ ও সন্দীপ দে। 

ছবির গল্প কী নিয়ে?

রাজলক্ষ্মী অ্যাগ্রো লিমিটেডের ৫৮ বছর বয়সী কেরানি ভুবন রায় আজও ধুতি পাঞ্জাবি পরে অফিস যাওয়াই পছন্দ করেন। তার ছাপোষা জীবন রেডিও আর টাইপরাইটার নিয়েই দিব্যি কেটে যাচ্ছিল। নতুন যুগের কম্পিউটার, ফোন বা অন্য যে কোনওকিছুর থেকেই তিনি শতহস্ত দূরে থাকেন। কিন্তু মুশকিল হলো অফিসে নতুন রিজিওনাল ম্যানেজার রাতুল সরকারের আবির্ভাব। ভুবনবাবুকে জোর করে একটি স্মার্টফোন নিতে বাধ্য করে রাতুল। এই স্মার্টফোন হাতে আসতেই আমূল পাল্টে যায় ভুবনবাবুর শান্তির জীবন। একদিন রাতে ঋত্বিক নামে এক চোর এসে হানা দেয় ভুবনবাবুর বাড়ি। কী চুরি করবে সে? নাকি নিজেই ধরা পড়ে যাবে? শেষে স্মার্টফোনটার কী হবে? ভুবনবাবু, ঋত্বিক, চুরির ব্যবসা চালানো কৃপাসিন্ধু সরখেল এবং দারোগা ভুজঙ্গ দত্ত, এই চারজনের মজাদার কাণ্ডকারখানার ঘটনা নিয়েই ‘ভুবনবাবুর স্মার্টফোন।’ 

ছবির শুটিং শুরু হয়েছে। চিত্রগ্রহণের দায়িত্বে আছেন রঞ্জন পালিত। সঙ্গীত পরিচালনা করবেন উপল সেনগুপ্ত।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *