অন্য যুদ্ধের ছবি, মুক্তি পেতে চলেছে ‘ওয়ার’

কলকাতা: প্রায় একবছরব্যাপী অতিমারীর দাপটে মানুষ নানাভাবে বিপর্যস্ত। একটু-একটু করে ভয় কাটিয়ে সিনেমাহলে যাওয়া শুরু করেছেন দর্শক। এমতাবস্থায় শ্রীজিৎ দাস নিয়ে আসছেন তাঁর নতুন ছবি ‘ওয়ার’। ছবিতে অভিনয় করেছেন প্রতীক, তিথি, শান্তিলাল মুখোপাধ্যায়, মৌসুমী সাহা ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। ২৫ ফেব্রুয়ারি ‘ওয়ার’-এর মিউজ়িক লঞ্চে উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। 

এক জেলাশাসক মা ও তার ছেলে অর্জুনের গল্প ‘ওয়ার’। সেই মা হঠাৎই একদিন হারিয়ে যান। তাকে উদ্ধার করতে আসরে নামে অর্জুন। কিন্তু খুব কি সহজ হয় মাকে খুঁজে বার করা? কীভাবে তার পথে একটার পর একটা বাধা আসে তাই নিয়েই এই ছবি।

আরও পড়ুন: ‘নৈবেদ্য’ নিয়ে এলেন মেখলা

শ্রীজিতের প্রথম ছবি ‘বঙ্গরহস্য’তে অভিনয় করেছেন প্রতীক। যে ধরনের ছবি এই মুহূর্তে হচ্ছে ‘ওয়ার’ তার থেকে কতটা আলাদা বলতে গিয়ে প্রতীক জানালেন, “বেশ ভালো কয়েকটা গান থাকছে। অ্যাকশন দৃশ্যও থাকছে। আগাগোড়া বিনোদনমূলক ছবি বলতে যা বোঝায় ‘ওয়ার’ তাই। ছবিতে একটার পর একটা রহস্যের জট খুলবে। মাকে নিয়েই অর্জুনের জগৎ। মাকে খোঁজা যতটা সহজ হবে বলে অর্জুন ভেবেছিল, তেমনটা হয় না।”

ছবিতে প্রতীকের বিপরীতে রয়েছেন তিথি। প্রতীকের মতো এটি তাঁরও দ্বিতীয় ছবি। অর্জুনের ভালোবাসার মানুষ মায়ার চরিত্রে অভিনয় করেছেন তিনি। “মাকে হারিয়ে অর্জুন যখন একেবারে একা তখন তাকে নিজের বুদ্ধি দিয়ে নানাভাবে সাহায্য করে মায়া,” জানালেন তিথি। “আমি এর আগেও প্রতীকের সঙ্গে কাজ করেছি। এই ছবিটায় কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো।”




নতুন পরিচালক বলে অনেকেই তাঁর ছবিতে কাজ করতে অস্বীকার করেছিলেন বলে জানালেন শ্রীজিত। “শুরুতে আমি অর্জুনের মায়ের চরিত্রে দু-একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীকে প্রস্তাব দিয়েছিলাম। এই চরিত্রটায় তাঁদের মানাতো। অথচ তারা রাজি হননি। নতুন বলেই কেউ আমাকে সুযোগ দিতে চাননি। তবে পরে মৌসুমীদি, শান্তিলালদা, সুদীপদার মতো শিল্পীদের পেয়েছি যাঁরা সত্যিকারের ভালো অভিনেতা। একটা নতুন ধরনের অ্যাকশন থ্রিলার করতে চেয়েছিলাম, আশা করছি দর্শক হলে গিয়ে ছবিটা দেখবেন।”

কলকাতা আর সিকিমে হয়েছে ছবির শুটিং। ছবির গানে সুর দিয়েছেন দীপ ও লয়।

১৯ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ওয়ার’।

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *