বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
শেষ জীবনে যাত্রায়
শেষ জীবনে অর্থকষ্টে পড়েছিলেন সৌমিত্র। তাই চলে আসেন যাত্রাপালায়। তার নামের কারণেই জনপ্রিয় হয়ে যেত যাত্রা। টিকিটও বিক্রি হতো প্রচুর। কিন্তু হঠাৎই জীবনের চলমান তাল কেটে গেল। হারিয়ে গেলেন তিনি। তাঁর অভিনীত শেষ যাত্রাপালার আগেই ২০০০ সালে অকালমৃত্যু ঘটে এই সুদক্ষ অভিনেতার।