বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
ভানু বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা
মুখ এবং পদবীর মিল থাকায় অনেকেই তাঁকে অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে বলে ভাবতেন। কাকতালীয়ভাবে সৌমিত্রর ডাকনাম ছিল নানু। শোনা যায় সৌমিত্রর বাবার ডাকনামও ছিল ভানু। সেই থেকেই গুজব ছড়িয়ে যায় সে তিনি অভিনেতা ভানুর ছেলে। এও শোনা যায়, লোকের থেকে টাকা ধার করতেন সৌমিত্র আর পাওয়ানাদাররা ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই টাকা চাইতে আসতেন।
<—পড়াশোনা ও প্রথম জীবন | ‘খেলাঘর’—>