ম্যাজিক দেখাবে ছোট্ট কাদম্বিনী
RBN Web Desk: পাল্টে যাওয়া সমাজের ঝকঝকে মোড়কের আড়ালে সত্যিই কি পুরুষতান্ত্রিক শাসনের কিছুমাত্র পরিবর্তন হয়েছে? আজও অন্দরমহল থেকে বাইরের জগৎ, সর্বত্র বৈষম্যের শিকার হতে হয় মেয়েদের। আজও বাবার স্বপ্নের উত্তরাধিকারী হওয়ার সুযোগ পায় শুধু ছেলেরাই। মেয়েদের সেখানে প্রবেশ নিষেধ। ‘ফেলনা’র গল্পটাও অনেকটা সেরকমই। ‘ফেলনা’ ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করেছেন ‘প্রথমা কাদম্বিনী’র ছোট্ট বিনি মেঘান চক্রবর্তী। অন্যান্য ভূমিকায় থাকবেন লাবণী সরকার, রেশমি সেন, দেবজ্যোতি রায়চৌধুরী, সুমন্ত মুখোপাধ্যায়, রোশনি তন্বী ভট্টাচার্য ও সপ্তর্ষি রায়। বহুদিন পর ‘ফেলনা’র মাধ্যমে মেগাধারাবাহিকে ফিরছেন লাবণী।
ধারাবাহিকের কাহিনী ছোট্ট ম্যাজিশিয়ান ফেলনাকে নিয়ে। ফেলনা রাস্তায় ম্যাজিক দেখিয়ে বেড়ায়। তার মা নেই। এদিকে গল্পের শুরু হয় শ্রুতি ও তার জাদুকর বাবাকে কেন্দ্র করে। বিখ্যাত জাদুকর বাবাকে দেখে শ্রুতিরও ইচ্ছে হয় সে একদিন নামী ম্যাজিশিয়ন হবে। কিন্তু ছেলে থাকতে মেয়েকে দিয়ে নিজের স্বপ্নপূরণ করতে চাননি জাদুকর পিতা। ছেলেকে নিজের উত্তরাধিকারী করে এক ধনী বনেদি পরিবারে মেয়ের বিয়ে দিয়ে দেন তিনি।
আরও পড়ুন: অন্য যুদ্ধের ছবি, মুক্তি পেতে চলেছে ‘ওয়ার’
বিয়ের পর আক্ষেপ মনে চেপে রেখেই শ্রুতি তার সাংসারিক জীবনে ব্যস্ত হয়ে পড়ে। একদিন এক ঐশ্বরিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি শ্রুতিকে জানান তার অপূর্ণ স্বপ্ন পূরণ করবে তার মেয়ে। শ্রুতি শুনে আশ্চর্য হয়ে যায়, সে তো এক পুত্রের মা! কে এই ফেলনা? কেন তাকে দেখলে শ্রুতির নিজের শৈশবের কথা মনে পড়ে যায়?
‘ফেলনা’র গল্প লিখেছেন সাহানা দত্ত। ১ মার্চ থেকে প্রতিদিন রাত ৮.৩০টায় স্টার জলসায় দেখা যাবে ‘ফেলনা’।